এলোভেরা দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় জানুনআপনি যদি onion oil বা পেঁয়াজের তেল বানানোর উপায় এবং চুল পড়া বন্ধ করার তেলের নাম নতুন চুল গজানোর তেলের নাম জানতে চেয়ে থাকেন, তাহলে আপনি সঠিক জায়গাতেই আছেন। আপনারা জানতে পারবেন চুল পড়া বন্ধ করার জন্য সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো কোনগুলো এবং প্রোডাক্টগুলো ব্যবহার করে,চুল পড়ার সমস্যা চিরতরের সমাধান পেতে পারেন। 

পেঁয়াজের তেল বানানোর উপায়-চুল পড়া বন্ধ করার তেলের নাম
পোষ্ট সূচিপত্রআর এই প্রোডাক্টগুলো গ্যারান্টি সহকারে বাজারে পাওয়া যায় যাদের অতিরিক্ত চুল পড়া সমস্যা রয়েছে, তারা এই প্রোডাক্ট গুলো কিনে ব্যবহার করলে সাত থেকে ১৪ দিনের মধ্যে চুল পড়ার সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।

চুল পড়া বন্ধ করার তেলের নাম

এখন আপনাদের এমন কিছু চুল পড়া বন্ধ করার তেলের নাম জানাবো,যেগুলো ব্যবহার করলে কমপক্ষে ৭ থেকে ১৪ দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে।এই তেল গুলো যেকোনো কসমেটিকসের দোকানে অথবা যে কোন অনলাইন শপে কিনতে পাবেন।
  • ONION 2 IN One তেল এবং শ্যাম্পু
  • OLIVE PLUS Hair Food (তেল)
  • HAIR PLUS (তেল)
  • ZAFRAN Hair Growth Therapy (তেল)
  • KASMIRI HERBAL (তেল)
  • indulekha (তেল)
  • SESA ayurvedic
এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ বিদেশী, এগুলো বাংলাদেশের কসমেটিকসের দোকানে অথবা অনলাইন শপে পাওয়া যায় এই তেল গুলো ব্যবহার করলে খুব অল্পদিনের মধ্যেই এর সুফল গুলো আপনি বুঝতে পারবেন। এই তেলগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং ভেষজ উপাদান প্রস্তুতকৃত তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, এর মধ্য থেকে যেকোনো একটি।

পেঁয়াজের তেল বানানোর উপায়

আজকে আপনাদের জানাবো পেঁয়াজের তেল বানানোর উপায় বাড়িতে সহজেই তৈরি করা যায়, চুলের জন্য পারফেক্ট পুষ্টিগুণ সম্পন্ন তেল onion oil এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এসব উপাদান চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

পেঁয়াজের তেল বানানোর উপায়
বাজার থেকে কিনতে গেলে প্রায় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। এখন আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন onion oil বা পিয়াজের তেল।পেঁয়াজের তেল বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণঃ
  • ৩টি মাঝারি আকারের পেঁয়াজ
  • ৭৫ গ্রাম নারকেল তেল
  • ৬০ গ্রাম সরিষার তেল
  • ২০ কোয়া রসুন
  • ২ চা চামচ মেথি
  • ১০ টি কারিপাতা
  • ৩ চামচ সরিষার তেল
  • ১ চামচ কালোজিরা
প্রথমে পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিন তারপর রসুন কোয়া,মেথি,কারিপাতা,৩ চামচ সরিষার তেল,কালোজিরা। এগুলোকে ভালো করে একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে, মিহি করে  পেস্ট করা হয়ে গেলে এগুলোকে একটি  কড়াইয়ে ঢেলে নিতে হবে কড়াই রাখার পরে এর ভেতরে আরো যুক্ত করতে হবে নারিকেল তেল ৭৫ গ্রাম,
সরিষার তেল ৬০ গ্রাম। তারপরে এই উপকরণগুলোকে তেলের সাথে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে যে কোন চুলায় এগুলোকে জাল দিতে হবে খেয়াল রাখতে হবে খুব অল্প তাপে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ২০ থেকে ২৫ মিনিট। এই ২০ থেকে ২৫ মিনিট এগুলোকে খুন্তির সাহায্যে নাড়তে হবে চুলা বন্ধ করে এটিকে নামিয়ে নিতে হবে।
তারপর আরো পাঁচ মিনিট নাড়তে থাকতে হবে একসময় তেল ঠান্ডা হয়ে গেলে এটি রং কালো হয়ে যাবে, তাতে চিন্তার কোন কারণ নেই এখন এই তেলটি সুতির কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে তারপর একটি ভাল করে ছেকে নেয়ার পর এর ভেতরে চারটি ভিটামিন ই ক্যাপসুল  কেটে ক্যাপসুল এর ভেতরে থাকা
-তরল গুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন যেকোনো পাত্রে রেখে এটি আপনি একমাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহার করলে আপনার চুল পড়া, চুল পাকা সমস্যা এবং চুলের যাবতীয় অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন। এটি সম্পূর্ণ বাজার থেকে কেনা অনিয়ন অয়েলের  থেকে ভালো কাজ করবে।

FAQ

পেঁয়াজের তেল দিয়ে কি নতুন চুল গজায়?
চুলের জন্য পারফেক্ট পুষ্টিগুণ সম্পন্ন তেল onion oil/পেঁয়াজের তেল এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এসব উপাদান চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
পেঁয়াজের তেল চুলে কতক্ষণ লাগানো উচিত?
৪০ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত পেঁয়াজের তেল চুলে লাগিয়ে তারপরে চুলে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে এইভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার মাথায় নতুন চুল গজাবে এবং চুল পড়া, চুল পাকা সমস্যা গুলো দূর হয়ে যাবে।
ছেলেদের চুলের জন্য কোন তেল ব্যবহার করা উচিত?
ছেলে-মেয়ে ও এর জন্য ভালো এমন কয়েকটি ছেলের নাম হল
  • ONION 2 IN One তেল এবং শ্যাম্পু
  • OLIVE PLUS Hair Food (তেল)
  • HAIR PLUS (তেল)
  • ZAFRAN Hair Growth Therapy (তেল)
  • KASMIRI HERBAL (তেল)
  • indulekha (তেল)
  • SESA ayurvedic

শেষ কথা

প্রিয় পাঠক,আশা করছি আজকের টিপস গুলো ফলো করলে আপনার খুব সহজেই পেঁয়াজের তেল বানিয়ে নিতে পারবেন বলে আশা করছি। আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই তা আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের ওয়েবসাইটে নিয়মিত ইনফরমেটিভ তথ্য প্রকাশিত হয়ে থাকে, আপনি ভিজিট করলে উপকৃত হবেন আশা করছি।
পোস্ট ট্যাগ-
চুল পড়া বন্ধ করার ঔষধের নাম,চুল পড়া বন্ধ করার সেম্পু,ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
চুল পড়া বন্ধ করার তেল তৈরি,চুল পড়া বন্ধ করার উপায়,চুল ঘন করার তেলের নাম,মেয়েদের চুলের জন্য কোন তেল ভালো,ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

call: "+8801752255733", // Call phone number email: "masud84905@gmail.com", // Email link: "https://www.banglablogg.com", // Link