মশা একটি ক্ষতিকর এবং বিরক্তি কর পতঙ্গ, তাইতো আমরা এর উপদ্রব থেকে বাঁচার জন্য মশার স্প্রে দাম অথবা মশা মারার লিকুইড এর দাম গুলো জানতে চাই, সে ক্ষেত্রে আপনাকেই বলছি আপনি সঠিক জায়গাতেই আছেন। এখানে আপনি জানতে পারবেন মশা মারার ব্যাট কোনটা ভালো মশা তাড়ানোর লাইট এর কার্যকারিতা সম্পর্কে।
বাজারের সবচাইতে ভালো মশা তাড়ানোর মেশিন এবং গুডনাইট মশার মেশিনের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।এগুলো আমাদের ঘর থেকে মশা তাড়ানোর জন্য কতটা কার্যকারী সে ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এবং সে অনুযায়ী পছন্দ মত যে কোন একটি ডিভাইস কিনে, ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ঘরের মশা তাড়াতে পারবেন।
ভূমিকা । ১০টি কার্যকর মশার স্প্রে দাম 2025 । মশা মারার লিকুইড
প্রিয় পাঠক, আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবেন আপনার ঘরের মশা তাড়ানোর জন্য সবচেয়ে ভালো ডিভাইস সম্পর্কে, এবং সে অনুযায়ী আপনার পছন্দ এবং সুবিধা মতো একটি ডিভাইস কিনে ঘরের মশাগুলো খুব সহজেই আপনি তাড়িয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তাই মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মশার স্প্রে দাম
স্কয়ার এর Xpel মশার স্প্রে দাম মাত্র ১১০ টাকা, মূল্যে ফার্মেসিতে কিনতে পারবেন। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কার্যকরী মশার স্প্রে ব্যবহার করাটা জরুরী তাই আপনাকে জানতে হবে। কোন ব্র্যান্ডের মশার স্প্রে সবথেকে বেশি কার্যকর, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশার স্প্রে বিভিন্ন দামে পাওয়া যায়। তার মধ্য থেকে আপনাকে পছন্দ করে যে কোন একটি নিতে হলে
-হয়তো আপনি সঠিক টা নাও চিনতে পারেন। সেজন্যই আপনাকে সঠিক এবং কার্যকরী মশার স্প্রে কোনটি সেই ধারণা দেয়ার জন্য আজকের আলোচনা ”স্কয়ার” টয়লেটিজ লিমিটেডের এক্সপেল মশার স্প্রে এটি খুবই কার্যকর এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।
আরো পড়ুনঃ ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর সহজ পদ্ধতি জেনে নিন
Xpel মশার স্প্রে সরাসরি শরীরের স্প্রে করার জন্য বিশেষ উপাদানে তৈরি করা হয়েছে এবং Xpel মশার স্প্রে টি ৬ মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষ এই স্প্রে ব্যবহার করতে পারবে। Xpel আপনার শরীরে স্প্রে করলে চার ঘন্টা পর্যন্ত আপনি মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে পারবেন। Xpel মশার স্প্রের দাম এর কার্যকারিতার তুলনায় অনেকটাই কম।
তাই Xpel মশার স্প্রে আপনার শরীরে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর Squre টয়লেটিজ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাই Xpel মশার স্প্রে ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকির কোন সন্দেহ রাখার কারণ নেই।
ব্যবহার করার নিয়মঃ Xpel মশার স্প্রে আপনার শরীরের যে সমস্ত স্থানে মশা কামড়াতে পারে, সেই সমস্ত স্থানে সরাসরি স্প্রে করতে হবে। প্রতি চার ঘন্টা পর পর স্প্রে করলে আপনি মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে পারবেন।
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশা মারার এরোসল কিনতে পাওয়া যায়, এর মধ্য থেকে সবচেয়ে ভালো মশা মারার লিকুইড Good Knight,Aci Aerosol,Lal HIT,Good Knight power,Xpel Aerosol.
এর মধ্য থেকে যে কোন একটি মশা মারার লিকুইড বাজার থেকে কিনে ব্যবহার করলে আপনি মশার উপদ্রব থেকে অনেকটাই রক্ষা পাবেন বলে আশা করছি। বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন মশা মারার লিকুইড জনপ্রিয় ব্র্যান্ডগুলো হচ্ছে
- Good Knight
- Aci Aerosol
- Lal HIT
- Good Knight power
- Xpel Aerosol
এ দুটি লিকুইড দুই ধরনের উপায় কাজ করে, Good Knight মশা মারার লিকুইড এর সাথে সরবরাহকৃত একটি মেশিন এর সাহায্যে ইলেকট্রিক কানেকশন এর মাধ্যমে এর ভেতরে থাকা তরলের বিক্রিয়া ঘটিয়ে তা থেকে গ্যাস তৈরি হয়, যার গন্ধ মশা সহ্য করতে পারে না এবং ঘর থেকে চলে যায় এবং ঘর মশা মুক্ত থাকে।
মশা মারার লিকুইড ঘরের দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে স্প্রে করতে হয় এবং এটি একটি কীটনাশক জাতীয় পদার্থ তাই Xpel Aerosol,Aci Aerosol,Good Knight power Aerosol, Lal HIT Aerosol, মশা মারার লিকুইড স্প্রে করার কারণে ঘরের ভেতরে থাকা সমস্ত মশা মরে যায়।
এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হয়, কিন্তু এই Aci Aerosol এর ভেতরে থাকা মশা মারার লিকুইড মশা মারার জন্য খুবই কার্যকর। তাই আপনি এই দুটির মধ্য থেকে যে কোন একটি ব্যবহার করতে পারেন।
সতর্কতাঃ Aci Aerosol,Good Knight powerAerosol,Lal HITAerosol,Xpel Aerosol অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে,এটি স্প্রে করার সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে, সরাসরি শরীরে স্প্রে করা যাবেনা, খাদ্যদ্রব্য আছে এমন জায়গা তে স্প্রে করা থেকে বিরত থাকুন, এটি দাজ্য পদার্থ তাই আগুনের সংস্পর্শে রাখবেন না,
-আগুনের কাছে স্প্রে করবেন না, স্প্রে করার সময় চোখে মুখে লাগলে প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, Aci Aerosol এর খালি পাত্রটি অন্যান্য কাজের ব্যবহার করা থেকে বিরত থাকুন, সূর্যের তাপ, আগুনের তাপ থেকে দূরে ঠান্ডা স্থানে রাখতে হবে।
সতর্কতাঃ Xpel মশার স্প্রে ব্যবহারের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই চোখের মধ্যে যেন না পড়ে। কোন কারনে চোখে পড়ে গেলে পরিষ্কার ঠান্ডা পানি দ্বারা চোখে ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করে নিতে হবে। এটি ব্যবহার করার সময় মুখ এবং চোখ এর আশেপাশে স্প্রে করা থেকে বিরত থাকতে হবে।
মশা মারার লিকুইড
মশা মারার লিকুইড এর মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন FINIS – ফিনিস লিকুইড স্প্রে ব্যবহারে, মশা-মাছি সঙ্গে সঙ্গে মারা যায়। এটি খুব পাওয়ারফুল একটি মশা-মাছি মারার লিকুইড এর মধ্যে টু ইন ওয়ান ক্ষমতা রয়েছে মশা মরার পাশাপাশি মাসিও ধ্বংস হয়ে যায় এই লিকুইড স্প্রে করার মাধ্যমে।
কিন্তু এর গন্ধ অনেকটা কেরোসিন তেলের মত তাই এটি ঘরের ব্যবহার করা যায় না এটি সাধারণত গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর খামারে ব্যবহৃত হয়ে থাকে।
আরো পড়ুনঃ পুরুষ মশা এবং স্ত্রী মশার পার্থক্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন
মানুষের ব্যবহারের জন্য গুডনাইট পাওয়ার একটিভ নামের লিকুইড বাজারে কিনতে পাওয়া যায় এটি সাধারণত ইলেকট্রিক কানেকশনের সাহায্যে একটিভ হয়ে থাকে। এই লিকুইড ব্যবহার করার জন্য কোম্পানি থেকে সরবরাহকৃত একটি মেশিন পাওয়া যায় যার মধ্যে কানেক্ট করে দিলে বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দিলেই,
এর ভেতরে থাকা লিকুইড এর বিক্রিয়ার ফলে এক ধরনের বাষ্প তৈরি হয় যা মশা তাড়াতে অত্যন্ত কার্যকরী। এটি মিনিমাম ২০ থেকে ৩০ মিনিট একটিভ মোডে অন করে রাখলে ঘরে থাকা সমস্ত মশা পালিয়ে যায় অথবা মারা যায়।
একটিভ মোড এবং নরমাল মোড নামের দুটি অপশন আছে, কিছুক্ষণ একটিভ মোডে চালানোর পর নরমাল মোড অন করে রাখলে সারা রাত চলতে থাকলে ঘরের ভেতরে আর একটিও মশা আসতে পারে না, এই লিকুইড অত্যন্ত জনপ্রিয়।
সতর্কতাঃ ব্যবহারের সময় হাতে কিংবা চোখে মুখে লেগে গেলে, প্রচুর পরিমাণে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই লিকুইড খাদ্যদ্রব্য থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
মশা তাড়ানোর মেশিন
মাত্র ১,২০০ টাকায় মশা তাড়ানোর মেশিন Xiaomi Mosquito Killer, এই মশা তাড়ানোর মেশিন দিয়ে আপনি খুব সহজেই আপনার ঘরের মশা গুলোকে তাড়াতে পারবেন। এই স্মার্ট ডিভাইসটি দুটি পেন্সিল ব্যাটারির সাহায্যে চলে , প্রতিদিন ১০ ঘণ্টা করে চালালে দুই মাস পর্যন্ত এর ব্যাটারি চার্জ থাকবে।
মশা তাড়ানোর মেশিন ব্যবহারের ফলে ,আপনার ঘর থেকে সব মশা উধাও হয়ে যাবে। আর এর ভেতরে থাকা মশা তাড়াতে ব্যবহৃত যে উপকরণ ট্যাবলেটটি থাকে তা শেষ হয়ে গেলে রিফিল করতে ৬৫০ টাকা খরচ করতে হবে।সে দিক দিয়ে ভাবতে গেলে খরচ টা খুবই কম কারণ ৬৫০ টাকা দিয়ে একবার এর ভেতরে থাকা ট্যাবলেটটি রিচার্জ করে নিলে,
আরো পড়ুনঃ ঘরোয়া উপায়ে মাছি তাড়ানোর সহজ পদ্ধতি গুলো জেনে নিন
প্রতিদিন ১০ ঘণ্টা করে চালালে দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। তাই খুব সহজ এবং স্মার্ট উপায়ে মশা তাড়ানোর এই মেশিনটি আপনি নিশ্চিন্তের ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে অনলাইন শপ থেকে এই প্রোডাক্টটি কিনতে পারেন।
মশা মারার ব্যাট কোনটা ভালো
অনেকের মনে প্রশ্ন থাকে মশা মারার ব্যাট কোনটা ভালো তাদের জন্য বলছি, এই মশা মারার ব্যাটগুলো মশা মারার জন্য খুবই ভালো কাজ করে থাকেঃ
- Minister MI-898-B (3 in 1) Bat Price BDT 1,590.00 TK.
- Xiaomi Solove P1 Electric Mosquito Swatter Bat Price BDT 1,890.00 TK.
- Xiaomi Qualitell S1 Mosquito Swatter Bat Price BDT 2,490.00 TK.
- Xiaomi Solove P2 2W Electric Mosquito Swatter Bat Price BDT 1,550.00 TK.
- Xiaomi Qualitell E1 UV Light Electric Mosquito Swatter Bat Price BDT 1,790.00TK.
- Myone MI-947-W Mosquito Bat (2 in1) Bat Price BDT 790.00 TK.
এই মশা মারার ব্যাট কোন দ্বিধা ছাড়াই কিনে নিতে পারেন কারণ এই ব্র্যান্ডের মশা মারার ব্যাটগুলো দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত কার্যকরী হয়ে থাকে এ মশা মারার ব্যাটগুলো আপনি সহজেই অনলাইন মার্কেট অথবা লোকাল মার্কেটে কিনতে পাবেন এই মশা মারার ব্যাটে দীর্ঘস্থায়ী ব্যাকাপ সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
একবার চার্জ দিলে মিনিমাম ২৫ দিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর এটা চার্জ হতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা আর এইব্যান্ডের মশা মারার ব্যাট গুলোতে ব্যবহার করা হয়েছে সব থেকে বড় এবং ঘন নেট, যার কারণে মশা মারতে অনেক সুবিধা হয়। এ দুইটি ব্র্যান্ড থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি পছন্দ করে কিনে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
গুড নাইট মশার মেশিন দাম
গুড নাইট মশার মেশিন দাম সিঙ্গেল প্যাকেজ ১৮৫ টাকা, কম্বো প্যাকেজ ২৮৭ টাকা, সিঙ্গেল প্যাকেজ মানে হচ্ছে একটি মেশিন এবং একটি লিকুইড বোতল আর কম্ব প্যাকেজ মানে হচ্ছে একটি মেশিন এবং দুইটি লিকুইড বোতল। গুড নাইট মশা তাড়ানোর মেশিন অত্যন্ত কাজের একটি প্রোডাক্ট এটির দুইটি মোড রয়েছে নরমাল মোড এবং একটিভ মোড।
আরো পড়ুনঃ মশার শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে অবাক করা তথ্য জেনে নিন
আপনি যদি আপনার ঘরের ভেতরে একটি মোড অন করে ২০ থেকে ২৫ মিনিট দরজা জানালা বন্ধ করে রাখেন তাহলে মশাগুলো মরতে শুরু করবে। পরবর্তীতে আপনি একে নরমাল মুডে সারারাত রাখতে পারেন। মেশিন চলার সময় কিছুটা গরম হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটার কাজই হচ্ছে গরম হয়ে লিকুইডটাকে বাষ্প আকারে বাইরে বের করে মশা তাড়ানো।
তাই এটা গরম হবে এতে ভয় পাওয়ার কিছু নেই আর এই দুটি প্যাকেজ এর মধ্যে কম্ব প্যাকেজটা কিনলেই আপনার জন্য সবথেকে ভালো বেনিফিট হবে, সেক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী যে কোন একটি প্যাকেজ কিনতে পারেন। মেশিনটি আপনার পার্শ্ববর্তী local দোকানে কিনতে পারেন অথবা অনলাইন শপ থেকেও সহজেই কিনে নিতে পারেন।
মশা তাড়ানোর লাইট
মশা তাড়ানোর লাইট ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের বাড়ি ঘরের মশা তাড়াতে পারবেন, এজন্য বেশ কিছু মশা তাড়ানোর লাইট বাজারে কিনতে পাওয়া যায়। এ লাইট গুলো বিভিন্ন ব্র্যান্ডের এবং মডেলের হয়ে থাকে আজকে আমরা এই মশা তাড়ানোর লাইট সম্পর্কে বিস্তারিত জানব
এবং কোন লাইনটি আপনার জন্য পারফেক্ট হবে সে বিষয়ে আপনাকে সঠিক ধারনা দেব। মশা তাড়ানোর জন্য অন্যান্য ডিভাইস যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তেমনি ভাবে পরিবেশের জন্য ক্ষতি কর হয়ে থাকে। তাই অনেকেই মশা তাড়াতে পরিবেশবান্ধব এই লাইটগুলো ব্যবহার করে থাকে।
এই মশা তাড়ানোর লাইট গুলো ব্যবহার করলে স্বাস্থ্যের এবং পরিবেশের কোন ক্ষতি হয় না, তাই অনেকের পছন্দের তালিকায় মশা তাড়ানোর লাইট গুলো থাকে।
আবার বেশ কিছু ক্ষেত্রে মশা তাড়ানোর জন্য কয়েল এরোসল কিংবা অন্যান্য ডিভাইস ব্যবহার করার পরিবেশগত সমস্যা থাকে, সেজন্য অনেকে মশা তাড়ানোর লাইট ব্যবহার করে থাকে। CS ব্রান্ডের মশা তাড়ানোর লাইট গুলো ভিন্ন ভিন্ন ওয়াট এবং সাইজের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়ে থাকেঃ
- CS60-20W Price BDT 1,500 TK
- CS60-30W Price BDT 1,700 TK
- CS60-40W Price BDT 1950 TK
এই মডেল গুলো থেকে যেকোনো একটি আপনার পছন্দ অনুযায়ী কিনে ব্যবহার করতে পারেন। এই লাইট গুলো মূলত কাজ করে এর ভেতরে ইউভি লাইট থাকে এ লাইটের আকর্ষণে মশা এর কাছে চলে আসে এবং কাছে আসলে এর নেটে টাচ করা মাত্রই মশার শখ খেয়ে মারা যায়। এগুলো অনেকটাই পরিবেশ বন্ধ এবং স্বাস্থ্য ঝুঁকি মুক্ত।
আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোন লোকাল মার্কেট অথবা অনলাইন শপ থেকে কিনে ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধার্থেঃ বলে রাখা ভালো এর ভেতরে থাকা টিউবলাইট গুলো, নষ্ট হয়ে গেলে অবশ্যই আপনারা পরিবর্তন করতে পারবেন।
FAQ । ১০টি কার্যকর মশার স্প্রে দাম 2025 । মশা মারার লিকুইড
মশার স্প্রে কোনটি ভালো?
গুডনাইট পাওয়ার শট্স
Aci এরোসল
লাল হিট এরোসল এখন পর্যন্ত এগুলো ভালই কার্যকরী হিসেবে গণ্য করা হয়।
মশার স্প্রে কি ক্ষতিকর?
Xpel মশার স্প্রে সরাসরি শরীরের স্প্রে করার জন্য বিশেষ উপাদানে তৈরি করা হয়েছে এবং Xpel মশার স্প্রে টি ৬ মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষ এই স্প্রে ব্যবহার করতে পারবে। Xpel আপনার শরীরে স্প্রে করলে চার ঘন্টা পর্যন্ত আপনি মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে পারবেন। Xpel মশার স্প্রের দাম এর কার্যকারিতার তুলনায় অনেকটাই কম।
মশা তাড়ানোর সবচেয়ে কার্যকর ঔষধ কোনটি?
Xpel Aerosol,Aci Aerosol,Good Knight powerAerosol,Lal HITAerosol এবং কোয়েলে এই ধরনের স্প্রে গুলোতে সাধারণত বায়ো-অ্যালোথ্রিন, টেট্রাথ্রিন, ডেল্ট্রামেথ্রিন, ইমিপোথ্রিননের মত অন্যান্য রাসায়নিক উপাদান মিশিয়ে প্রস্তুত করা হয়।
শেষ কথা । ১০টি কার্যকর মশার স্প্রে দাম 2025 । মশা মারার লিকুইড
প্রিয় পাঠক, মশার স্প্রের দাম এবং মশা মারার লিকুইড এবং অন্যান্য মশা মারার ডিভাইস সম্পর্কে আজকের তথ্য গুলো আপনাদের কেমন লেগেছে? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো এবং নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি নিত্য নতুন ইনফরমেশন পেয়ে যাবেন।
মশা মারার লিকুইড সম্পর্কিত ইউটিউব ভিডিও