তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়
১৫টি কার্যকর মশা তাড়ানোর ঘরোয়া উপায় ও মশা তাড়ানোর ক্রিম সম্পর্কে বিস্তারিত সাম্প্রতিক সময়ে মশা-মাছি তাড়ানোর উপায় কি এ বিষয় নিয়ে জানার আগ্রহ আমাদের অনেকের,মশা তাড়ানোর উপায় ঘরোয়া উপায় কি তা আপনারা জানতে পারবেন।
মাছি তাড়ানোর উপায়
মাছি তাড়ানোর উপায়
এই পতঙ্গ নিধনের জন্য কয়েল,এরোসল সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও ,অনেক সময় কাজের কাজ কিছুই হয় না। মনে হয় যেন, উৎপাত আরো বেড়ে গিয়েছে এ অবস্থায়, প্রাকৃতিক কিছু উপায়ে মশা নিধন করা যেতে পারে।

Table of Contents

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

অনেকে হয়তোবা মনে করবেন মশা তাড়ানোর ঘরোয়া উপায় তো অনেক আছে, যেমন মশার কয়েল,এরোসল অলআউট এর মত ডিভাইস এবং অন্যান্য এগুলো মশার জন্য অস্ত্রহ হলে ও মানুষের স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে।ঘর থেকে মশা তাড়ানোর অভিনব এবং অনেক প্রাকৃতিক উপায় আছে।যা আপনার পরিবারের কোন ক্ষতিও করবে না।
যা ব্যবহার করে আমরা ঘরকে মশা মুক্ত রাখতে পারি। তুলসী গাছ ঔষধি এটা আমরা কমবেশি সবাই জানি কিন্তু এই গাছ মশা নিধনে ব্যবহার করা যায়।এটা হয়তো অনেকেই জানেনা আপনি মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকলে ঘরের টবে কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখতে পারেন।

আরো পড়ুনঃ মার্সেল ফ্রিজের দাম

মশা কর্পুলের তীব্র ঝাঁজ মশা একেবারেই সহ্য করতে পারেনা। ৫০ গ্রাম কর্পূর একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করে ঘরের কোণে রেখে দিন এবং দুদিন পর পর পানি পরিবর্তন করুন এতে করে মশার উপদ্রব অনেকটাই কমে যাবে।
নিম গাছ তো আমরা সবাই চিনি নিম গাছের ঔষধি গুণের কথা কম বেশি সবাই জানে, নিমের তেল ত্বকের জন্যও ভালো। নিমের তেল মশা তাড়াতে অত্যন্ত কার্যকরী নিম তেলের গন্ধে মশা দূরে থাকে
নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন।নিম তেল লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যাবে।শুধু নিমপাতা ও ঘরে রেখে দিতে পারেন এতে করে মশার উৎপাত অনেকটাই কমে যাবে

ঘর থেকে মশা তাড়ানোর উপায়

রসুন দিয়ে ঘর থেকে মশা তাড়ানো একটি নিরাপদ এবং কার্যকরী এবং সহজ উপায়।এখন আমরা জানবো রসুন দিয়ে কিভাবে মশা তাড়ানো যায়। এটিও মশা তাড়ানো অত্যন্ত সহজ ও কার্যকরী একটি পদ্ধতি। আপনি এটি ব্যবহার করে আপনার ঘরকে মশা মুক্ত রাখতে পারেন।আর সেজন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না।

দশটা রসুনের কোয়া থেতলে পানিতে সেদ্ধ করে নিন তারপর।পানি ফুটানো হয়ে গেলে তা ভালোভাবে ছেঁকে নিতে হবে।তারপর ওই পানি গোটা ঘরে স্প্রে করে দিতে হবে।তাহলে দেখবেন আপনার ঘরের মশা গায়েব।

আরো পড়ুনঃ ৬০টি নতুন মডেলের ওয়ালটন ফ্রিজের দাম

আরও একটি সহজ পদ্ধতি হলো একটি লেবু মাঝ বরাবর কেটে নিন। তারপর একটিতে আটটা লবঙ্গ গুজে দিন এবং অন্য আরেকটিতে আটটা লবঙ্গ গুঁজে দিন এবং তা আপনার ঘরের কোনায় রেখে দিন।তাহলে দেখবেন আপনার ঘরে আর একটা মশা থাকবে না।

হলুদ বৈদ্যুতিক আলো মশার উৎপাত কমাতে একটি কার্যকর উপায় হতে পারে। মশারা সাধারণত সাদা, নীল এবং বেগুনি আলোর প্রতি আকৃষ্ট হয়। হলুদ আলোর তরঙ্গদৈর্ঘ্য এই ধরনের আলো থেকে আলাদা, তাই মশারা এটিকে কম আকর্ষণীয় বলে মনে করে।

আরো পড়ুনঃ ১০% ডিসকাউন্টে ওয়ালটন রুম হিটারের দাম

হলুদ বৈদ্যুতিক আলো ব্যবহার করে মশার উৎপাত কমাতে, আপনার ঘরের সমস্ত বৈদ্যুতিক আলোগুলিকে হলুদ বাগ লাইট বা হলুদ সেলোফেনে মোড়ানো হলুদ বাল্ব দিয়ে প্রতিস্থাপন করুন। আপনি যদি শুধুমাত্র একটি বা দুটি বৈদ্যুতিক আলো ব্যবহার করেন তবে আপনি সেগুলিকে হলুদ সেলোফেনে মোড়ানোর চেষ্টা করতে পারেন।

মাছি তাড়ানোর উপায়

মাছি তাড়ানোর উপায়
মাছি তাড়ানোর উপায় এখন আমরা সহজভাবে প্রাকৃতিক উপায়ে মাছি তাড়ানোর উপায় জানবো। মাছি হচ্ছে বিভিন্ন রোগের বাহক মাছি বসা খাবার খেলে নানান ধরনের রোগ হতে পারে এমনকি হাসপাতালেও যেতে হতে পারে। তাই এটি একটি বিপদজনক পতঙ্গ এবং একটা বিরক্তিকর নাম।
এই সমস্যাটার সাথে মুখোমুখি হয়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না।এজন্য আমাদের যা করতে হবে প্রথমে একটি মগ নিতে হবে।
  • মগের ভিতরে একগ্লাস পরিমাণ পানি
  • ২ টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার
  • এক টেবিল চামচ স্যাভলন অথবা ডেটল
  • দুই টেবিল চামচ লেবুর রস

দিয়ে মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিন।তারপর এটি একটি বোতলে ভরে স্প্রে গান লাগিয়ে নিন। এখন যেখানে মশা মাছির উপদ্রব বেশি সেখানে স্প্রে করুন বিশ মিনিটের মধ্যে আপনার ঘর মশা মাছি মুক্ত হবে।

পুদিনা একটি প্রাকৃতিক উপাদান যা মশা তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকর। পুদিনার পাতায় থাকা মেনথল এবং পিপারমিন্ট তেল মশাদের দূরে রাখতে সাহায্য করে।পুদিনার পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়োটি ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। মশা এই গুঁড়োর গন্ধে ঘরে প্রবেশ করতে পারবেনা।

পুদিনার পাতা কেটে পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। এই পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘরের চারপাশে স্প্রে করুন মশা দূরে থাকবে।পুদিনার তেল দিয়ে ডিফিউজার ব্যবহার করুন। এই ডিফিউজার থেকে বের হওয়া পুদিনার সুগন্ধ মশাদের দূরে রাখতে সাহায্য করবে।

আরো পড়ুন : ১০ টি কার্যকর মশা তাড়ানোর স্প্রের নাম

পুদিনার পাতা দিয়ে মশা তাড়ানোর মিশ্রণ তৈরি করুন। এক কাপ পুদিনার পাতা ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পানি দিয়ে পাতাগুলি ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে পাতাগুলি উঠিয়ে ফেলুন। পানিতে একটা লেবুর রস মিশিয়ে ঠান্ডা করে নিন। এই মিশ্রণটি গায়ে মাখলে বা ঘরের কোণে কোণে ছড়িয়ে দিলে মশা তাড়াতে দারুন কাজ করে।

তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়

তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়
তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়

তেজপাতা দিয়ে মশা তাড়ানোর জন্য আপনাকে যেই উপাদানগুলো নিতে হবে।তার মধ্যে হচ্ছে একটি মাটির পাত্র মাটির পাত্র আগুন জ্বালানোর জন্য অত্যন্ত নিরাপদ।তারপরে পাঁচ ছয়টা তেজপাতা নিতে হবে এবং সামান্য পরিমাণে ঘি তেজপাতা গুলোতে মাখিয়ে নিতে হবে। এরপর দুই টেবিল চামচ কর্পূর নিতে হবে।

আরো পড়ুনঃ মশা আমাদেরকে কিভাবে টার্গেট করে কামড়ানোর জন্য তা জানুন

এবার একটি একটি করে তেজপাতা মাটির পাত্রে আগুনের সাহায্যে জ্বালিয়ে দিতে হবে এভাবে পাঁচ ছয়টা তেজপাতা পুড়িয়ে নিলে আপনার ঘরের যেমন সুগন্ধি বাড়বে এবং মশার উপদ্রব থেকে রেহাই পাবেন এবং এটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ।

গোয়াল ঘরের মশা তাড়ানোর উপায়

গোয়াল ঘরে মশা তাড়ানো কিংবা গবাদি পশুর খামারে মশা তাড়ানো  খুব কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়।সাধারণত গোয়ালঘর ও খামার খোলা মেলা পরিবেশ হয়ে থাকে।গোয়াল ঘর হলো গরু-ছাগলের মতো গৃহপালিত পশুপালনের জন্য নির্ধারিত স্থান। এই ঘরগুলোতে মশার উপদ্রব বেশি থাকে। কারণ, এই ঘরগুলোতে আবর্জনা, গোবর, ময়লা জমে থাকে।

আরো পড়ুনঃ মুখের দুর্গন্ধ দূর করার উপায় জেনে নিন

যা মশার বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। এছাড়াও, গোয়াল ঘরে গরু-ছাগলের শরীর থেকে নির্গত ঘাম, লালা, মল-মূত্র ইত্যাদিও মশার আকর্ষণ করে। যেখানে মশার কয়েল কিংবা মশা মারা অন্যান্য ডিভাইস সঠিকভাবে কাজ করতে পারে না। অতিরিক্ত মশা মাছি গবাদি পশুর রক্ত চুষে খায়, ফলে প্রাণী রক্তশূন্য হয়েপড়ে।

উকুন, আটালি, মশা-মাছি দংশন করার সময় প্রাণী অস্থির ও  অস্বস্তি বোধ করে ফলে পেট ভরে খেতে পারে না এতে করে দুধ ও মাংস উৎপাদন কমে যায়।গোয়াল ঘরের মশা তাড়াতে এই উপায় গুলো অনুসরণ করা যেতে পারে।গোয়াল ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। গোয়াল ঘরের আবর্জনা, গোবর, ময়লা ইত্যাদি নিয়মিত পরিষ্কার করুন।

এতে মশার বংশবিস্তার রোধ হবে। গোয়াল ঘরের জানালা-দরজা বন্ধ রাখুন। গোয়াল ঘরের জানালা-দরজা বন্ধ রাখলে মশা ঘরে ঢুকতে পারবে না।মশার কয়েল, স্প্রে বা অ্যারোসল ব্যবহার করুন। গোয়াল ঘরে মশার কয়েল, স্প্রে বা অ্যারোসল ব্যবহার করলে মশার উপদ্রব কমবে। তবে, এই ধরনের রাসায়নিক পদার্থের ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আরো পড়ুনঃ রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

তাই সাবধানে ব্যবহার করুন।প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর চেষ্টা করুন। লেবু, লবঙ্গ, নিম, পুদিনা, তুলসি ইত্যাদি উদ্ভিদের ব্যবহার করে মশা তাড়ানো যেতে পারে।লেবু ও লবঙ্গ: লেবু ও লবঙ্গের গন্ধ মশাকে দূরে রাখে। তাই, লেবুর টুকরোতে লবঙ্গ গেঁথে গোয়াল ঘরের বিভিন্ন জায়গায় রাখুন। এতে মশার উপদ্রব কমবে।নিমের তেল মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।

তাই, নিমের তেল গায়ে মাখুন বা গোয়াল ঘরের চারপাশে ছড়িয়ে দিন।পুদিনার গন্ধ মশাকে দূরে রাখে। তাই, গোয়াল ঘরের বিভিন্ন জায়গায় পুদিনা গাছ লাগান বা পুদিনা পাতার রস গোয়াল ঘরের চারপাশে ছড়িয়ে দিন।তুলসির গন্ধ মশাকে দূরে রাখে। তাই, গোয়াল ঘরের বিভিন্ন জায়গায় তুলসি গাছ লাগান।এই উপায়গুলো অনুসরণ করে আপনি গোয়াল ঘরের মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।

আর আপনার গোয়াল ঘরে কিংবা খামারে যদি মশা মাছি উৎপাত মারাত্মক আকারেবেড়ে যায়।তাহলে আপনি এই নিজের পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন।মশা মাছি উৎপাত  থেকে পরিত্রাণ পেতে Ectonil-Vet Powder for Solution ব্যবহার করা সবচাইতে ভালো এবং নিরাপদ।এটি স্কয়ার গ্রুপের একটি পাউডার।

এটি দেড় লিটার পানিতে পাঁচগ্রাম পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর তা গবাদি পশুর লেজে এবং পশুর শরীরে নিয়ম মোতাবেক স্প্রে করে দিতে হবে ।তাহলে মশা মাছি  ওআঠালি উকুন থাকলেও তা দূর হয়ে যাবে। এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তা ব্যবহার করবেন।

Odomos cream কি কাজ করে

অনেকে জানতে চাই Odomos cream কি কাজ করে? এই ক্রিম শরীরের ব্যবহারের ফলে মশার কামড় থেকে আপনাকে সুরক্ষিত রাখবে এবং অনেকেই এই ক্রিম ব্যবহার করে থাকে । এটি ব্যবহার করা নিরাপদ এবং সরকার অনুমোদিত। মশার কামড় থেকে রক্ষা পেতে আমরা মশারি টাঙ্গাই কিংবা কয়েল এরোসল এইসব ব্যবহার করে থাকি।

কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে এই উপকরণগুলো ব্যবহার করা সম্ভব হয় না। যেমন আপনি কোথাও ফাঁকা জায়গায় ঘুরতে গেলে তখন কয়েল কোন কাজে আসবে না কিংবা ব্যবহার করাও মানানসই হবে না সে ক্ষেত্রে আপনি Odomos cream ব্যবহার করতে পারেন।

তাহলে আশপাশের মশার কামড় থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। বাড়িতে অনেক সময় শিশুরা মশারির মধ্যে থাকতে চায় না সে ক্ষেত্রে আপনি এই ক্রিম ব্যবহার করে তাদেরকে মশা থেকে সুরক্ষিত রাখতে পারেন।

ওডোমস মশার ক্রিম দাম

ওডোমস মশার ক্রিম দাম বাংলাদেশে সাধারণত এই ক্রিমের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা অথবা ৪০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এটি একটি ইন্ডিয়ান ক্রিম হওয়ায় ইন্ডিয়াতে ১১০ রুপিতে পাওয়া যায় এবং এটি ডাবর ব্র্যান্ডের প্রোডাক্ট এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে প্রস্তুতকৃত।
এই ক্রিম ব্যবহারের সময় থেকে আপনি ৮ ঘন্টা সুরক্ষিত থাকতে পারবেন। এই ক্রিমের কার্যক্ষমতা ৮ ঘণ্টা পর্যন্ত একটিভ থাকে।

ওডোমস ক্রিম ব্যবহারের নিয়ম

ওডোমস ক্রিম ব্যবহারের নিয়ম খুব সাধারন নিয়মে এটি ব্যবহার করা যেতে পারে যে সমস্ত শরীরের অংশে মশা কামড়াতে পারে সেই সমস্ত অংশে অল্প পরিমাণ হাতের তালুতে নিয়ে আপনি লোশনের মত করে ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে আপনি মশা থেকে ৮ ঘণ্টা সুরক্ষা পেতে পারেন। এই ওডোমস ক্রিম মূলত বেশি ব্যবহার করে থাকে।
যারা ট্রাভেল করেন কিংবা বাড়িতে ছোট বাচ্চারা খেলাধুলা করে তারা সবসময় মশারির মধ্যে থাকতে চায় না, সে ক্ষেত্রে এই ক্রিমটি বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এই ক্রিম ব্যবহার করা স্বাস্থ্যের জন্য নিরাপদ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে।

ভ্যাসলিন মশা লোশন

ওডোমস ক্রিম ভ্যাসলিন মশা লোশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি একটি ইন্ডিয়ান ডাবর কোম্পানির হারবাল মশা নাশক লোশন। এই ক্রিম ব্যবহার স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সরকার কর্তৃক অনুমোদিত। তাই আপনি ভেসলিন মসা লোশন হিসেবে ওডোমস ক্রিম ব্যবহার ব্যবহার করতে পারেন।
এটি ব্যবহার করলে আপনি ৭ ঘন্টা থেকে ৮ ঘন্টা মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে পারবেন। এছাড়াও অন্যান্য মশা নাশক লোশন বাজারে কিনতে পাওয়া যায়, আপনার পছন্দ অনুযায়ী কিনে ব্যবহার করতে পারেন। কিন্তু এটি প্রাকৃতিক উপাদানের ব্যবহৃত সেজন্য আমার সাজেস্ট থাকবে আপনারা ওডোমস ক্রিম ব্যবহার করতে পারেন।
নিচে মশা তাড়ানোর উপায় সম্পর্কে তো youtube ভিডিও রয়েছে

FAQ । ১৫টি কার্যকর মশা তাড়ানোর ঘরোয়া উপায় ও মশা তাড়ানোর ক্রিম

মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না?
মশা নিমের তেল বা নিম পাতার নির্যাস এবং রসুন তেল বা রসুন পেস্ট এর মশা সহ্য করতে পারে না।
মশার উৎপাত থেকে বাঁচতে আমরা কি করবো?
ঘরের ভেতরে কর্পূর, রসুন মিশ্রিত করা পানি করুন, একটি লেবু মাঝখান থেকে কেটে দুই টুকরো করে দশ থেকে বারোটা লবঙ্গ খুঁজে দিন এবং তা ঘরের ভিতর রাখুন, এতে মশার উৎপাত অনেকটাই কমে যাবে।
এছাড়াও, ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন, যাতে মশা ঢুকতে না পারে,Odomos cream এই ক্রিম শরীরে ব্যবহারের ফলে মশার কামড় থেকে আপনাকে সুরক্ষিত রাখবে ৭ থেকে ৮ ঘন্টা।

সবচেয়ে ভালো মশার কয়েল কোনটি?

  • গুড নাইট
  • মর্টিন
  • শ্রেষ্ঠ
  • সিদা
  • ক্লাইম্যাক্স,এগুলো সাধারণত বিএসটিআই অনুমোদিত এবং ভালো মানের।

মশার কয়েল কি ক্ষতিকর?

হ্যাঁ অবশ্যই এটি ক্ষতিকর মশার কয়েলের সংস্পর্শে আসা ধূমপানের মতোই ক্ষতিকর।

অল আউট কি মানুষের জন্য ক্ষতিকর?

অল আউটে মশা নিরোধক, তবে এটি যখন নির্দেশাবলী অনুযায়ী ব্যবহার করা হয় তখন তা নিরাপদ।  কিন্তু এতে এমন কিছু উপাদান আছে যা সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার না করা হলে বা অধিক পরিমাণে উন্মুক্ত হলে ঝুঁকির কারণ হতে পারে।

ইতিকথা

প্রিয় পাঠক,আজকের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি এই আর্টিকেলটির মাধ্যমে কিছু সমস্যার সহজে সমাধান করার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনারা এতে উপকৃত হবেন। আমাদের এই ওয়েবসাইটের নিয়মিত অনেক তথ্যমূলক পোস্ট শেয়ার করা হয় ।আশা করছি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

call: "+8801752255733", // Call phone number email: "masud84905@gmail.com", // Email link: "https://www.banglablogg.com", // Link