সিসি ক্যামেরা ও তালা ভেঙে মাদরাসার ২ লাখ টাকার মালামাল চুরি

সিসি ক্যামেরা ও তালা ভেঙে মাদরাসার ২ লাখ টাকার মালামাল চুরি, ছবি: চ্যানেল 24

পাবনা সদরের চক ছাতিয়ানি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল গভীর রাতে তালা ও সিসি ক্যামেরা ভেঙে মাদরাসার অফিস কক্ষের প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদরাসার প্রিন্সিপাল মঞ্জুরুল ইসলাম জানান, গতকাল রাতে নামাজ ও খাবারের পর শিক্ষার্থীরা তাদের নির্ধারিত কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত দুইটা থেকে চারটার মধ্যে চারজনের চোরের দল একটি ইজিবাইক নিয়ে মাদরাসায় এসে প্রথমেই সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে আইপিএস, ব্যাটারি, কম্পিউটার ও ফ্রিজের যন্ত্রাংশ নিয়ে চলে যায়। পরে ফজরের নামাজের ওয়াক্তে শিক্ষার্থী ও কর্মচারীরা উঠে কক্ষের তালা ভাঙা দেখে ঘরে ঢুকে এ অবস্থা দেখতে পায়। 

মাদরাসা প্রিন্সিপাল আরো জানান, মাদরাসায় আগে কখনো এমন চুরির ঘটনা ঘটেনি। এমনিতেই বিভিন্ন সহায়তা ও নানা সীমাবদ্ধতায় মাদরাসা পরিচালনা করা হয়। এর মধ্যে চুরির বিষয়টি আমাদের জন্য দুঃখজনক। এ বিষয়ে সদর থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এখনো (বৃহস্পতিবার বিকেল) পুলিশ আসেনি।

এ ব্যাপারে পাবনা থানার ওসি আব্দুস সালাম বলেন, দুপুরে অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরাগুলো ভেঙে নাকি চুরি করা হয়েছে। তবে আশেপাশে কিছু সিসি ক্যামেরা ছিল শুনেছি, সেগুলোর ফুটেজ সংগ্রহসহ বিষয়টি নিয়ে কাজ করা হবে। দ্রুতই দায়িত্বপ্রাপ্ত অফিসার ঘটনাস্থলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

call: "+8801752255733", // Call phone number email: "masud84905@gmail.com", // Email link: "https://www.banglablogg.com", // Link