‘মারা গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান’ এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ ব্যাপারে সামজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় Keto Bhai তার ভ্যারিফায়েড পেইজে লিখেন:
‘দেশের সংবাদমাধ্যমগুলির একটু সেনসিটিভ হয়ে খবর প্রচার করা উচিত। ফাহান ভাইয়ের ব্যাপরে একটা বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়ে, আমি সেটা দেখার পর পোস্ট দেই। আমি অত্যন্ত দু:খিত এ ব্যাপারে। তিনি আইসিইউতে আছেন। আপনারা ভাইয়ার জন্য দোয়া করবেন।’
এর আগে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।
জানা গেছে, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয়। সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান। শুটিং শেষের দিকে এই ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল।