দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 সালের আপডেট নিয়মে রিয়েল টাকা ইনকাম 2024 সালের সঠিক ব্যবহার সম্পর্কে জানা থাকলে দিনে ৫০০ টাকা ইনকাম করা আপনার জন্য অসম্ভবের কিছু নয়, তার জন্য সঠিক অ্যাপস টি প্লে স্টোর থেকেত ডাউনলোড করতে হবে।
বাংলাদেশে এমন কিছু বিশ্বস্ত এপ্স রয়েছে যে এপসগুলোতে কাজ করার মাধ্যমে দিনে ৫০০ থেকে শুরু করে ৫,০০০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তাই আপনি যদি এই সমস্ত অ্যাপ সম্পর্কে জানতে চেয়ে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতে আছেন
উপস্থাপনা । দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 । রিয়েল টাকা ইনকাম 2024
প্রিয় পাঠক, ২০২৪ সালের আপডেট নিয়ম অনুযায়ী দিনে ৫০০ টাকা ইনকাম করা যায় এ সমস্ত অ্যাপস গুলোর তালিকা এবং নাম এবং কাজ করার নিয়ম জানতে সম্পন্ন পোস্টটি মনোযোগ সহকারে পড়তে পারেন। আশা করছি রিয়েল টাকা ইনকাম 2014 এর আপডেট অনুযায়ী সকল নিয়মকানুন জানার পর আপনি নিজে থেকেই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইন থেকে অনেকে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করে থাকে আপনার যদি অ্যাপস এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা থেকে থাকে তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আশা করছি অনলাইন থেকে অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করার সকল নিয়মকানুন সঠিকভাবে জেনে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024
চলুন দেখে নেওয়া যাক দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 সালের আপডেট তালিকা গুলো, এর মধ্য থেকে আপনি আপনার পছন্দ মত অ্যাপসটি বাছাই করে নিয়ে আপনার সুবিধা অনুযায়ী অ্যাপস এর মধ্যে কাজ করে দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে ৫০০ টাকার বেশি টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ অনলাইন ইনকাম সাইট বিকাশ থেকে পেমেন্ট
যদি আপনি মনোযোগ সহকারে টাকা ইনকাম করার অ্যাপস গুলোতে কাজ করেন, তাহলে সেই টাকা অবশ্যই পেমেন্ট পাবেন সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অনলাইনে অনেক অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে যে এপ্স এবং ওয়েবসাইট গুলোতে অনলাইন থেকে দিনে ৫০০ টাকারও বেশি ইনকাম করা সম্ভব।
কিন্তু অনেকের সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই টাকা ইনকাম করার পরেও সে টাকা অনলাইন থেকে নিজের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেনা, সেজন্য অনলাইন থেকে ইনকাম করা অ্যাপসগুলোর সঠিক নিয়ম কানুন গুলো জানার জন্য বিস্তারিত ভাবে বুঝার জন্য মনোযোগ সহকারে পড়ুন তাতে করে আপনার বুঝতে সুবিধা হবে।
আরো পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি ভিসায় বেতন জেনে নিন
ওয়েবসাইট এবং অ্যাপসগুলোর থেকে ইনকাম করার নিয়ম সম্পর্কে জেনে বুঝে কাজ করে টাকা ইনকাম করলে সহজেই আপনি সেই টাকা অনলাইন থেকে তুলে খরচ করতে পারবেন। বাংলাদেশ এবং ভারতের পরিপ্রেক্ষিতে দিনে ৫০০ টাকা ইনকাম খারাপ কিছু নয়। কারণ দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারলে মাসে 15000 টাকা হয়।
আবার সেই টাকা ঘরে বসে ইনকাম করতে পারছেন তাও আবার আপনার মোবাইল দিয়েই সামান্য কিছু কাজ করে এবং এই ইনকাম আপনি যদি চান লাইফ টাইম পর্যন্ত করতে পারেন। অনলাইন থেকে ইনকাম করার অ্যাপস এবং ওয়েবসাইটের বিস্তারিত নিচের টেবিল আকারে বর্ণনা করা হলো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন।
দিনে ৫০০ টাকা ইনকাম apps:
অ্যাপের নাম | কাজের ধরন | প্রতিদিন ইনকাম |
Shutterstock | ফটোগ্রাফি | ৫০০ টাকার বেশি। |
YouTube | ভিডিও কনটেন্ট | ৫০০ টাকার বেশি। |
ভিডিও কনটেন্ট | ৫০০ টাকার বেশি। | |
Tik Tok | ভিডিও কনটেন্ট | ৫০০ টাকার বেশি। |
FanFare | প্রোডাক্ট রিভিউ | ৫০০ টাকার বেশি। |
Telegram | ডিজিটাল মার্কেটিং | ৫০০ টাকার বেশি। |
এছাড়াও আরো কিছু অনলাইন থেকে টাকা ইনকাম করার অ্যাপস রয়েছে যে এপস গুলোতে কাজ করে টাকা ইনকাম করা যেতে পারে।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 (Shutterstock)
চলুন জেনে নেয়া যাক দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 সালে Shutterstock কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে Shutterstock অ্যাপ এতে আপনি বিভিন্ন ক্যাটাগরির ছবি তুলে এই সাইটটিতে আপলোড করে ইনকাম করতে পারবেন। যেমন ধরুন Shutterstock অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে একটি একাউন্ট খুলতে হয়।
আরো পড়ুনঃ কলকাতা টু ঢাকা ট্রেনের সময়সূচী
তারপর প্রতিদিন বিভিন্ন ক্যাটাগরির ছবি নিজের ক্যামেরা তে তুলে সে ছবিগুলো আপলোড দিয়ে রাখবেন এবং ছবির কোয়ালিটি অনুযায়ী মূল্য নির্ধারণ করে রাখবেন ১ ডলার থেকে ১০ ডলারের মধ্যে। কোন এক ব্যক্তির যদি এই ছবিটি পছন্দ হয়ে যায় তখন সেই ছবিটি ডাউনলোড করবে এবং Shutterstock কর্তৃপক্ষ ডাউনলোড কৃত ছবিটির জন্য ডাউনলোড কারী ব্যক্তির থেকে ডলার কেটে রাখবে।
তারপর সেই টাকা আপনার Shutterstock একাউন্টে জমা হয়ে যাবে। এভাবেই মূলত Shutterstock একাউন্ট থেকে টাকা ইনকাম হয়ে থাকে। এরকম ভাবে আপনি প্রতিদিন নতুন নতুন ছবি আপলোড করতে থাকবেন, প্রতিদিন কোন না কোন ছবি বিক্রি হবেই। এইভাবে Shutterstock app থেকে প্রতি দিন ৫০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা এমনকি তার চাইতেও বেশি টাকা ইনকাম করা সম্ভব।
কিন্তু ছবিগুলোর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে এবং ছবিগুলো আপনার নিজের তোলা ছবি হতে হবে। আপনি যদি মনে করেন যে কোন সাইট থেকে কপি করে ছবি নিয়ে এসে তারপর আপলোড করবেন, সে ক্ষেত্রে Shutterstock কর্তৃপক্ষ আপনার একাউন্টটি ব্যান করে দিতে পারে। তাই এ ব্যাপারটি গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন যে ছবিগুলো অবশ্যই যেন ভালো মানের এবং নিজস্ব ক্যামেরায় তোলা হয়।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 (Facebook)
দিনে ৫০০ টাকা ইনকাম apps Facebook বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ফেসবুক থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়। বর্তমানে টাকা ইনকাম করার সহজ মাধ্যমটি হলো এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক, ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজ করে ইনকাম করা যায়। তাছাড়াও ফেসবুক গ্রুপ থেকেও ইনকাম করা যায়।
আরো পড়ুনঃ মুখের দুর্গন্ধ দূর করার ঔষধের নাম
ফেসবুক পেজ থেকে বিভিন্ন পণ্য বিক্রি করার মাধ্যমেও ইনকাম করা যায় প্রচুর পরিমাণে যা দিনে ৫০০ টাকারও বেশি লাভ হয়ে থাকে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে একজন ব্যক্তির প্রতিমাসের লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব-
যদি আপনি ফেসবুকের সঠিক ব্যবহার জানেন। ফেসবুক থেকে যে সমস্ত উপায়ে টাকা আয় করা যায় সে সমস্ত উপায় গুলোর মধ্যে জনপ্রিয় উপায়টি হলোঃ
- ফেসবুকে পণ্য বিক্রি করে ইনকাম।
- ফেসবুক পেজ মনিটাইজ করে বিজ্ঞাপন থেকে ইনকাম।
- ফেসবুক গ্রুপ ভাড়া দিয়ে ইনকাম।
- ফেসবুকে বুস্টিং করে সার্ভিস বিক্রি করে ইনকাম।
- ফেসবুক পেজ তৈরি করে মনিটাইজ অন করে বিক্রি করে ইনকাম।
- ফেসবুক পেজে বিভিন্ন কোম্পানির পণ্যের স্পন্সর শিপ করে ইনকাম।
- ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে ইনকাম।
- ফেসবুকে মুভি ক্লিপস আপলোড করে ইনকাম।
- ফেসবুকে কার্টুন ভিডিও আপলোড করে ইনকাম।
উল্লেখিত এই সমস্ত উপায় ছাড়াও আরো বেশ কিছু উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব। এবার হয়তো আপনি ভাবছেন যে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ নেই তাহলে আপনি কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন? চিন্তার কারণ নেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি ফেসবুক থেকে প্রতিদিন ৫০০ টাকা কোন কোন ক্ষেত্রে এর চাইতেও বেশি টাকা ইনকাম করা সম্ভব।
ফেসবুক থেকে প্রতিমাসের লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন, তাহলে ফেসবুক থেকে ইনকাম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 (Telegram)
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 Telegram apps হয়তো আমরা অনেকেই চিনি যে এটি একটি চ্যাটিং এবং ভিডিও কলিং প্ল্যাটফর্ম কিন্তু টেলিগ্রাম থেকেও মাসে লক্ষাধিক টাকায় ইনকাম করা সম্ভব। যদি একটি আপনার টেলিগ্রাম গ্রুপথাকে এবং সেই গ্রুপে সার্বক্ষণ একটিভ ৪০০ থেকে ১২০০ জনের একটি গ্রুপ থাকে।
তাহলে এই Telegram গ্রুপ থেকেই আপনি লিংক মার্কেটিং সহ বিভিন্ন সিপিএ অফার মার্কেটিং করে শুধু নিজে নয় গ্রুপের সবাই ইনকাম করতে পারেন। যেমন ধরুন
- adsterra
- monitag
- advertica
- adoperator
এর মত বিভিন্ন বিজ্ঞাপন নেটওয়ার্ক এর ইনকাম হয় ডাইরেক্ট লিংকে ক্লিক করার মাধ্যম ইনকাম হয়ে থাকে। গ্রুপের সবাই মিলে একটি করে Adsterra, Monitag ছাড়াও-
আরো অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক একাউন্ট খোলার পর সে একাউন্টগুলো থেকে নিজের নিজের ডাইরেক্টলিং ক্রিয়েট করে, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে একে অন্যের লিংকে ক্লিক করার মাধ্যমে দিনে ৫০০ থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। কোন কোন ক্ষেত্রে এর চাইতেও বেশি ইনকাম করা যেতে পারে।
আরো পড়ুনঃ সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী
উল্লেখিত বিজ্ঞাপন নেটওয়ার্কগুলো প্রতি ক্লিকের বিনিময়ে ভালো পরিমাণে টাকা দিয়ে থাকে, আশা করছি সহজ উপায়টির মাধ্যমে আপনারা টেলিগ্রাম গ্রুপ খুলে বলে দেয়ার নিয়মে কাজ করলে ইনকাম করতে পারবেন খুব সহজে এবং আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি দিয়েই।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 (YouTube)
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 YouTube “ইউটিউব” সারা বিশ্বে একটি জনপ্রিয় বিনোদন প্লাটফর্ম ছাড়াও জনপ্রিয় ইনকাম অ্যাপস এই ইউটিউব থেকে দিনে ৫০০থেকে ১০ হাজার টাকারও বেশি ইনকাম করা সম্ভব। আর ইউটিউব থেকে ইনকাম করা টাকা পেমেন্ট পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকা যায়, কারণ ইউটিউব বিশ্বের জনপ্রিয় এবং বিশ্বস্ত গুগল এর একটি সার্ভিস।
তাই ইউটিউব থেকে ইনকাম করা যেমন সহজ তেমনিভাবে ইউটিউব থেকে ইনকাম করার অর্থ পকেট পর্যন্ত নিয়ে আসা ও সহজ এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইউটিউব থেকে ইনকাম করা টাকা একটি পয়সাও নষ্ট হবে না। সমস্ত টাকাই আপনার পকেটে চলে আসবে যদি আপনি ইউটিউব এর সঠিক নিয়ম-কানুন মেনে ইউটিউব অ্যাপসে কাজ করেন তাহলে। ইউটিউবে অনেক ভাবে ইনকাম করা যায় যেমন ধরুনঃ
- ইউটিউবে ব্লগিং করে ইনকাম করা যায়।
- Youtube shorts video আপলোড করে ইনকাম করা যায়।
- ইউটিউবে অন্যের ভিডিও রিমিক্স করে ইনকাম করা যায়।
- Youtube এ বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ করে ইনকাম করা যায়।
- ইউটিউবে ভিডিও ব্লগ এর মাধ্যমে বিভিন্ন প্রডাক্ট বিক্রি করে ইনকাম করা যায়।
- ইউটিউব এ ট্রাভেলিং ভিডিও আপলোড করে ইনকাম করা যায়।
- ইউটিউব এর শর্ট ফিল্ম আপলোড করে ইনকাম করা যায়।
এছাড়াও আরো অন্যান্য সহজ কিছু উপায়ে ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব, যদি আপনি ইউটিউব এর নিয়ম মেনে সঠিক ভাবে কাজ করেন।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 (FanFare)
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 FanFare আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে FanFare অ্যাপসটি ডাউনলোড করার পর google অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। তারপর রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এই অ্যাপসটিতে যেকোনো প্রোডাক্ট বা পণ্যের ভিডিও করে সেটি আপলোড করুন।
আপনি যে পণ্যের ভিডিও করে আপলোড করবেন সেই পন্য নির্মাতা কোম্পানি সেই ভিডিওর বিনিময়ে আপনার FanFare একাউন্টে নির্দিষ্ট পরিমাণে কয়েন দিয়ে দেবে। আপনার একাউন্টে যখন পর্যাপ্ত পরিমাণে কয়েন জমা হয়ে যাবে তখন আপনি সে কয়েন গুলো ভাঙ্গিয়ে টাকায় কনভার্ট করে সেই টাকা পেমেন্ট নিতে পারবেন।
এই FanFare অ্যাপস থেকে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে। যদি আপনি FanFare অ্যাপসটিতে সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলেই প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করা যেতে পারে।
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 (TikTok)
চলুন জেনে নেয়া যাক মোবাইল অ্যাপস Tiktok কে কেন আমরা দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 বলছি, টিকটক অ্যাপস থেকে ইনকাম করা যায় মূলত টিকটক অ্যাপস মনিটাইজ করে ও বিভিন্ন কোম্পানির পন্যেরর প্রচারর করিয়ে দিনে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
তার জন্য প্রথমে আপনাকে স্মার্ট ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে টিক টক অ্যাপস ডাউনলোড করে জিমেইল একাউন্ট অথবা ফেসবুক কিংবা মোবাইল নাম্বার দিয়ে সঠিক নিয়মে একাউন্ট খুলে নিতে হবে। tiktok এ মূলত এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও গুলো বেশি পরিমাণে ভাইরাল হয়ে থাকে, তাই আপনি এক মিনিটের ভিডিও গুলো বেশি বেশি আপলোড করুন।
ভিডিও আপলোড করার পূর্বে যে বিষয়গুলো মনোযোগ সহকারে খেয়াল রাখবেন, ভিডিওগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয়, মানুষ যেন দেখে উপকৃত হয, বা বিনোদিত হয়। সেরকম ধরনের কনটেন্ট ভিডিওগুলো আপলোড করতে থাকুন। এক সময় যখন আপনার ফলোয়ার বেড়ে যাবে তখন আপনি টিকটক অ্যাপস থেকে মনিটাইজেশন অন করে নিতে পারবেন।
টিকটক অ্যাপস এর মনিটাইজেশন অন হয়ে গেলে তারপর আপনি টিকটক apps থেকে ইনকাম করতে পারবেন। আপনার যখন ফলোয়ার বেড়ে যাবে তখন বিভিন্ন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্টের রিভিউ করতে বলবে, তখন তাদের সাথে টাকার কন্ট্রাক্ট করে-
আপনি সেই কোম্পানির পণ্যের ভিডিও আপনার টিকটক একাউন্টে আপলোড করার মাধ্যমেও প্রচুর পরিমাণে টাকা টিকটক থেকে ইনকাম করতে পারবেন।
রিয়েল টাকা ইনকাম 2024
আসুন পরিচিত হওয়া যাক আরো কিছু রিয়েল টাকা ইনকাম 2024 সালের জনপ্রিয় অ্যাপস এবং সাইটগুলোর সাথে। এ সমস্ত অ্যাপস দিয়ে স্মার্টফোন থেকেই দিনে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে। ইনকামের পরিমাণ নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং ধৈর্যের উপর নির্ভর করে যদি আপনি এই অ্যাপসগুলোতে সঠিক নিয়মে কাজ করতে পারেন।
উল্লেখিত এই সমস্ত অ্যাপস থেকে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করা সম্ভব, অ্যাপস এর নাম কাজের ধরন এবং অনলাইন থেকে টাকা ইনকামের পরিমাণ বিস্তারিতভাবে দেয়া হলো।
অ্যাপের নাম | কাজ | প্রতিদিন ইনকাম |
YSense app | surveys | প্রতি রেফারে $0.10 বা $0.30 |
Fiverr | freelancing | $10.10 বা $50.30 |
Shutterstock Contributor app | অনলাইনে ছবি বিক্রি | প্রতিটি ছবি $0.10 থেকে $5.80 |
LinkedIn App | jobs, career, profession, income tips | $05.10 থেকে $50.30 |
Meesho app | অনলাইনে পণ্য বিক্রি | $07.10 থেকে $60.30 |
CashBoss app | রিওয়ার্ড ইনকাম | $03.10 থেকে $10.30 |
অ্যাপস রেফার করা | $15.00 থেকে $29.00 | |
Swagbucks app | সার্ভে | $35.00 থেকে $40.00 |
Megatypers | ডাটা এন্ট্রি | $09.20 থেকে $22.00 |
উল্লেখিত এই সমস্ত অ্যাপস থেকে রিয়েল টাকা ইনকাম করা যেতে পারে যদি আপনি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কাজ করে থাকেন তাহলে কাজ করার পূর্বে অবশ্যই আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে তাছাড়া এ সমস্ত অ্যাপসে কাজ করে এমন একটা লাভ করতে পারবেন না তাই এপসগুলোতে কাজ করার আগে জেনে বুঝে তারপর কাজ করতে পারেন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম app
অনেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাই কিন্তু মোবাইল দিয়ে টাকা ইনকাম app সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে ইচ্ছা থাকা শর্তেও মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারে না। কিন্তু আসলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়, যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন তবে।
আপনার যদি সঠিক নিয়মে মোবাইল দিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে নিম্নে উল্লেখিত এই সমস্ত অ্যাপস গুলোতে কাজের নিয়ম জেনে সঠিক নিয়মে মোবাইল দিয়ে কাজ করে দিনে ৫ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত ইনকাম করা যেতে পারে।
মোবাইল দিয়ে টাকা ইনকাম app:
- YSense app – মোবাইল দিয়ে সার্ভে করে ইনকাম।
- Fiverr – মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সার্ভিস বিক্রি করে ইনকাম।
- Shutterstock Contributor app – মোবাইল দিয়ে অনলাইনে ছবি বিক্রি।
- LinkedIn App-অনলাইনে জব করে ইনকাম।
- Meesho app মোবাইল দিয়ে অনলাইনে পণ্য বিক্রি করে ইনকাম।
- CashBoss app – মোবাইল দিয়ে রিওয়ার্ড জমা করে ইনকাম।
- Instagram – মোবাইল দিয়ে অ্যাপস রেফার করে ইনকাম।
- Swagbucks app – মোবাইল দিয়ে সার্ভে করে ইনকাম।
- Megatypers – মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে ইনকাম।
উপরে উল্লেখিত মোবাইল দিয়ে টাকা ইনকাম app গুলো দিয়ে আপনি অনলাইনে ছোট ছোট কাজ করে একটি হ্যান্ডসাম এমাউন্ট প্রতিমাসে ইনকাম করে নিতে পারেন। বলে রাখা ভালো প্রথম মাসে হয়তো একটু কম টাকা ইনকাম হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে এবং হাত অনেক পাতলা হবে তখন আপনি এখান থেকে আরও বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারেন।
সেজন্য অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে ধৈর্য ধরে সঠিক নিয়মে কাজ করতে থাকতে হবে, তাহলে কেবলমাত্র আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস থেকে প্রতি মাসে টাকা ইনকাম করা যেতে পারে।
কোন এপস দিয়ে টাকা ইনকাম করা যায়
আপনি হয়তো ভাবছেন কোন অ্যাপস দিয়ে টাকা ইনকাম করা যায়, জেনে খুশি হবেন যে Meesho app দিয়ে মোবাইল থেকে টাকা ইনকাম করা যায়। এটি একটি অনলাইনে কেনাকাটা করার apps কিন্তু এই অ্যাপসটিতে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলি আপনি অন্যজনের কাছে শেয়ার করে বিক্রি করিয়ে দিতে পারেন সেখান থেকে একটি ভালো পরিমাণে কমিশন পাবেন।
প্রতিমাসে কমপক্ষে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা যেতে পারে। মনে করুন যে Meesho app এপ্সটিতে একটি থ্রি পিস এর দাম ১,৫০০ টাকা এই থ্রিপিসটি আপনি যদি অন্য জনের কাছে রেফার করে ২,০০০ টাকায় বিক্রি করলেন সেখান থেকে আপনার ৫০০ টাকা লাভ থেকে যাবে এবং এই সম্পূর্ণ টাকা দিয়ে আপনি নিজের কোন প্রোডাক্ট বিক্রি না করেই ইনকাম করা যায়।
আপনি হয়তো ভাবছেন যে কিভাবে এই প্রোডাক্টটি আমি বিক্রি করব? অনলাইনে বিক্রি করার জন্য সহজ একটি মাধ্যম রয়েছে ফেসবুকে আপনি সেই প্রোডাক্টটি ছবিসহ প্রোডাক্টের বিস্তারিত বিবরণী মূল্য সুন্দরভাবে লিখার পর, প্রোডাক্টটি কেনার লিংক দিয়ে ফেসবুকে “বুস্ট” করতে পারেন। সে ক্ষেত্রে ফেসবুক এমন সব ব্যক্তির কাছে এই পোস্টটি পৌঁছে দেবে-
যে সমস্ত ব্যক্তি থ্রি পিস কিংবা যে পণ্য মার্কেটিং করতে চাচ্ছেন সে পণ্যটি কিনতে চাচ্ছে তার কাছে ফেসবুক বারবার এই পোস্টটি শো করাবে যার ফলে ১০ হাজার মানুষের কাছে পৌঁছালে কমপক্ষে ৫০ জন মানুষ তো কিনবে সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়
বর্তমানে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় workupjob.com, microworkers.com, workupplace.com, sproutgigs.com এই সাইটগুলো থেকে আপনি প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, যদি আপনি নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন সে ক্ষেত্রে তা প্রযোজ্য।
সাইটের নাম | কাজের ধরন | প্রতি কাজের রেট |
workupjob.com | লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, অ্যাপ সাইন আপ, ইত্যাদি। | ৩.৫০ টাকা |
microworkers.com | লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, অ্যাপ সাইন আপ, ইত্যাদি। | ৩.৫০ টাকা |
workupplace.com | লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, অ্যাপ সাইন আপ, ইত্যাদি। | ৩.৫০ টাকা |
sproutgigs.com | লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, অ্যাপ সাইন আপ, ইত্যাদি। | ৩.০০ টাকা |
উল্লেখিত এই সমস্ত ওয়েবসাইটে কাজ করা খুবই সহজ এগুলো কাজ আপনি মোবাইল দিয়েই করতে পারবেন কাজের ধরন যেমন ধরুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, ফেসবুক পেজ লাইক শেয়ার ফলো করা, বিভিন্ন প্রকার প্রমোশনাল লিংকে ক্লিক করা , প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে সাইনআপ করা এ ধরনের কাজগুলো করেই এ সাইটগুলো থেকে মোবাইল দিয়ে দিনে ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করা সম্ভব।
এই সাইডগুলোতে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে আপনার সমস্ত তথ্য পূরণ করে নতুন জিমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে সহজে রেজিস্ট্রেশন করে, সাথে সাথে মোবাইল দিয়ে ইনকাম করা শুরু করে দিতে পারবেন।
FAQ । দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 । রিয়েল টাকা ইনকাম 2024
অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?
ফ্রিল্যান্সার , ফাইবার, up work মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে আয় করা যায়।
ওয়েবসাইটে তথ্য মূলক আর্টিকেল লিখে আয় করা যায়।
অনলাইন থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করা যায়।
ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা যায়।
অনলাইন থেকে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট এর কাজ করে ইনকাম করা যায়।
অনলাইন থেকে ইউটিউব ভিডিও কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যায়।
অনলাইন থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয় করা যায়।।
অনলাইনে অন্যের ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং করে দিয়ে ইনকাম করা যায়।
অনলাইনে সিপিএ মার্কেটিং করে ইনকাম করা যায়।
কি কি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়?
মোবাইল দিয়ে workupjob.com, microworkers.com, workupplace.com, sproutgigs.com এই ওয়েবসাইট থেকে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করা যায়?
ওয়েবসাইট থেকে কত টাকা আয় করা যায়?
একটি ওয়েবসাইট থেকে ৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকারও বেশি আয় করা যায়। সে ক্ষেত্রে আপনাকে মানসম্মত কনটেন্ট এবং google এর নিয়ম অনুযায়ী ওয়েবসাইট এসইও করতে হবে। ওয়েবসাইট ডিজাইন স্পিড এবং অন্যান্য যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে, তারপর সে ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব।
মাসে কতজন ভিজিটর এলে টাকা আয় করা যায়?
বর্তমানে এমন কিছু বিজ্ঞাপন নেটওয়ার্ক রয়েছে, সেই বিজ্ঞাপন নেটওয়ার্কগুলো ব্যবহার করলে যদি আপনার ওয়েবসাইটে প্রতিদিন ৮০০ থেকে ১,০০০ ট্রাফিক আসে, তাহলে আপনি প্রতিদিন ২০০ থেকে ৪০০ বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন।
শেষ কথা । দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 । রিয়েল টাকা ইনকাম 2024
প্রিয় পাঠক, আশা করছি দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি। আপনার যদি এ বিষয়ে বুঝতে কোন সমস্যা থেকে থাকে তাহলে পোষ্টের নিচে থাকা ইউটিউব ভিডিও দেখলেই আপনি সহজে বুঝে যাবেন, যে দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপস গুলোতে কাজ করার নিয়ম এবং রিয়েল টাকা ইনকাম করা সম্পর্কে বিস্তারিত তথ্য।
প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কে ইউটিউব ভিডিও দেখুন