আপনি যদি ঢাকা নরসিংদী রুটে রেল ভ্রমণ করতে চান তাহলে আপনাকে ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা জেনে রাখা উচিত। বর্তমানে ঢাকা টু নরসিংদী এবং নরসিংদী টু ঢাকা রুটে ৭টি অন্তনগর ট্রেন চালু হয়েছে। এ ট্রেনগুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ঢাকা নরসিংদী রুটে সপ্তাহে ৭ দিন চলাচল করছে।
নিরবিচ্ছিন্ন রেল ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের সময়সূচি গুলো সঠিক ভাবে জেনে থাকা জরুরী কারণ ট্রেনগুলো সঠিক সময় মেনটেন করে চলাচল করছে। আর আপনি যদি সঠিক ট্রেনের সময়সূচী না জেনে থাকেন তাহলে সময় মত আপনার গন্তব্যে পৌঁছাতে সমস্যা হতে পারে। এছাড়াও ট্রেন ভ্রমণ প্রতিনিয়তই জনপ্রিয় হয়ে উঠছে কারণ ট্রেনে যাতায়াত করলে যানজটের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
তার সাথে ভাড়ার পরিমাণও অনেক কম লাগে এবং এখন পর্যন্ত রেল ভ্রমণ সবচাইতে নিরাপদ বলে সবাই মনে করে। তাই আপনি যদি কার থেকে নরসিংদী এবং নরসিংদী থেকে ঢাকা রেল ভ্রমণ করতে চেয়ে থাকেন তাহলে ঢাকা থেকে নরসিংদী রুটে চলাচল করার সমস্ত ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা ও ট্রেনের নাম তার সাথে ট্রেন বন্ধ থাকার দিন জানতে পারবেন। জেনে নেয়া যাক ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা এবং ট্রেন বন্ধ থাকার দিন সম্পর্কে বিস্তারিত।
ভূমিকা । ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪
প্রিয় পাঠক, আপনি যদি ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা এবং ঢাকা থেকে নরসিংদী ট্রেনের নাম সহ আরো ঢাকা টু নরসিংদী ট্রেন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতেই আছেন। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আর্টিকেলটি পড়েন তাহলে ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি ওভার তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আরো পড়ুনঃ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী
আপনি যদি ঢাকা টু নরসিংদী রেল ভ্রমণ করতে চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ছাড়ে ০৭:১৫ AM, পৌঁছে ০৮:২২ AM, উপকূল এক্সপ্রেস ছাড়ে ০৩:১০ PM পৌঁছে ০৪:১৮ PM. উল্লেখিত এই দুইটি ট্রেন ছাড়াও আরো পাঁচটি ট্রেন ঢাকা টু নরসিংদী রুটে চলাচল করে।
নং | ট্রেনের কোড | ট্রেনের নাম | ছাড়ে | পৌঁছে | বন্ধ থাকে |
---|---|---|---|---|---|
০১ | (৭৩৯) | উপবন এক্সপ্রেস | 10:00 PM | 11:09 PM | বুধবার |
০২ | (৭২২) | মহানগর এক্সপ্রেস | 09:20 PM | 10:28 PM | রবিবার |
০৩ | (৭৪৯) | এগারো সিন্ধুর গোধূলি | 06:45 PM | 07:53 PM | বন্ধ নাই |
০৪ | (৭১২) | উপকূল এক্সপ্রেস | 03:10 PM | 04:18 PM | মঙ্গলবার |
০৫ | (৮০২) | চট্রলা এক্সপ্রেস | 01:45 PM | 2:50 PM | শুক্রবার |
০৬ | (৭৮১) | কিশোরগঞ্জ এক্সপ্রেস | 10:30 AM | 11:36 AM | সোমবার |
০৭ | (৭৩৭) | এগারো সিন্ধুর প্রভাতী | 07:15 AM | 08:22 AM | বুধবার |
ঢাকা টু নরসিংদী ট্রেনের নাম
আমাদের মধ্যে অনেকেই ট্রেন ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, কারণ এটি নিরাপদ সুমনের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছ্ ঢাকা টু নরসিংদী ট্রেনের নাম গুলো তাই জেনে থাকা জরুরী। কারণ ট্রেনগুলো ভিন্ন ভিন্ন নামের হয়ে থাকে এবং এর যাত্রা করার সময়ও আলাদা হয়ে থাকে, ঢাকা টু নরসিংদী রুটে ৭টি অন্তনগর ট্রেন চলাচল করে।
আরো পড়ুনঃ সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী
ট্রেনগুলোর নাম এবং চলাচলের সময়ও ভিন্ন ভিন্ন এবং ট্রেনগুলোর আক্ষরিক কোড রয়েছে এই কোডগুলো দিয়ে ট্রেন ট্রাকিং করা যায়। চলুন জেনে নেয়া যাক ঢাকা টু নরসিংদী রুটের ট্রেনের নাম মোবাইলে ট্রেন ট্র্যাকিং কোড নাম্বার সমূহ_
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) | কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) | চট্রলা এক্সপ্রেস (৮০২) |
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) | মহানগর এক্সপ্রেস (৭২২) | উপকূল এক্সপ্রেস (৭১২) |
উপবন এক্সপ্রেস (৭৩৯) |
ঢাকা টু নরসিংদী ট্রেনের নামঃ
- এগারো সিন্ধুর গোধূলি ট্র্যাকিং কোড: ৭৪৯
- মহানগর এক্সপ্রেস ট্র্যাকিং কোড: ৭২২
- উপকূল এক্সপ্রেস ট্র্যাকিং কোড: ৭১২
- উপবন এক্সপ্রেস ট্র্যাকিং কোড: ৭৩৯
- এগারো সিন্ধুর প্রভাতী ট্র্যাকিং কোড: ৭৩৭
- কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্র্যাকিং কোড: ৭৮১
- চট্রলা এক্সপ্রেস ট্র্যাকিং কোড: ৮০২
ঢাকা থেকে নরসিংদী ট্রেনের ভাড়া
ঢাকা থেকে নরসিংদী ট্রেনে চলাচল করার ক্ষেত্রে ঢাকা থেকে নরসিংদী ট্রেনের ভাড়া অবশ্যই জেনে থাকা জরুরী। ঢাকা থেকে নরসিংদী ট্রেনের ভাড়া কত টাকা তা জানা থাকলে ট্রেনের টিকিট কাটার সময় অনেক ধরনের সুবিধা হতে পারে। এবং দালাল চক্রের কাছে প্রতারিত হওয়া থেকে সুরক্ষিত থাকবেন।
আরো পড়ুনঃ আজকের ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে নরসিংদী ট্রেনের ভাড়া সম্পর্কে আপনি যেন সঠিক তথ্য পান সব সেজন্যই এই আর্টিকেলে ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়া সঠিক তথ্য গুলো উল্লেখ করা হলো, আমাদের নিম্নে উল্লেখিত ট্রেনের ভাড়ার তালিকা দেখে সহজে বুঝে যাবেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রকাশিত সর্বশেষ ভাড়ার তালিকাটি উল্লেখ করা হলো।
আসন শ্রেণী | জনপ্রতি টিকিটের মূল্য |
---|---|
প্রথম বার্থ | মাত্র ১৪৪ টাকা |
স্নিগ্ধা চেয়ার | মাত্র ১৩৩ টাকা |
এসি সিট | মাত্র ১৫৬ টাকা |
এসি বার্থ | মাত্র ২৩৬ টাকা |
শোভন | মাত্র ৬০ টাকা |
শোভন চেয়ার | মাত্র ৭০ টাকা |
প্রথম আসন | মাত্র ১০৪ টাকা |
উপরে উল্লেখিত ঢাকা থেকে নরসিংদী ট্রেনের ভাড়া লোকাল ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধু আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য যা যেকোনো সময় কর্তৃপক্ষ পরিবর্তনে অধিকার রাখে।
ঢাকা থেকে নরসিংদী কত কিলোমিটার দূরত্ব
ঢাকা থেকে নরসিংদী কত কিলোমিটার দূরত্ব কিলোমিটারের হিসেবে ৪৫ কিলোমিটার রেলপথ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক যে ট্রেনগুলো ঢাকা থেকে নরসিংদী ফুটে চলাচল করে এ ট্রেনগুলো ঢাকা থেকে নরসিংদী পৌঁছাতে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট সময় লাগে।
আরো পড়ুনঃ রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
কিছু কিছু ক্ষেত্রে এই সময়টা কিছু কম অথবা বেশি হতে পারে আশা করছি তথ্যটি ঢাকা থেকে নরসিংদী কত কিলোমিটার তা জানতে সহায়ক হয়েছে এবং এই তথ্যটি জেনে আপনার কর্ম ক্ষেত্রে যাওয়ার ব্যাপারে সঠিক সময়ের হিসাব পেয়েছেন বলে আশা করছি।
ঢাকা থেকে নরসিংদী কত কিলোমিটার জানতে গুগল ম্যাপ দেখুন
ট্রেনের সঠিক অবস্থান জানার উপায়?
যেকোনো বাটন মোবাইল অথবা স্মার্টফোন থেকেই ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। ট্রেনের লোকেশন ট্র্যাক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR ট্রেনের ট্রাকিং কোড লিখে পাঠিয়ে দিন ১৬৩১৮ নাম্বারে। এসএমএস পাঠানোর জন্য তার মোবাইল ব্যালেন্সে ৪ থেকে ৫ টাকা দিতে হবে এটি সার্ভিস চার্জ।
বাংলাদেশে ট্রেনের সময়সূচী কিভাবে জানা যায়?
একটি এসএমএস এর মাধ্যমে ট্রেনের লাইভ লোকেশন দেখতে TR স্পেস ট্রেনের নাম অথবা ট্রেনের ট্রাকিং কোড নাম্বার লিখে 16318 নম্বরে পরবর্তী আরেকটি এসএমএস এর মাধ্যমে বাংলাদেশে ট্রেনের সময়সূচী জানিয়ে দেয়া হবে। আপনি বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠিয়ে ট্রেনের সময়সূচী জানতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে পোর্টার এর কাজ কি?
বাংলাদেশ রেলওয়ে পোর্টার বলতে বোঝায় তিনি একজন রেলওয়ে কর্মচারী বা কুলি রেলওয়ে পোর্টার এর কাজ স্টেশনের যাত্রীদের সহযোগিতা করা লাগেজ পারফেক্ট সহ মালামাল বহন করা এবং ট্রেনে উঠানো ও নামানো আর সঠিকভাবে বিতরণ করা।
শেষ কথা । ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৪
প্রিয় পাঠক, আশা করছি ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ভালো ভাবে বুঝতে পেরেছেন। ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী গুলো ২০২৪ সালের আপডেট অনুযায়ী আর্টিকেলটি সাজানো হয়েছে, যাতে করে আপনারা আপডেট তথ্য পেয়ে উপকৃত হতে পারেন।
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভারত তালিকার youtube ভিডিও দেখুন