সেই সাথে থাকতে আরো কিছু টিপস এবং ট্রিকস যা আপনাদের পিজ্জা বানানো পিজ্জা আরো সুস্বাদু করে তুলবে। তাহলে মনোযোগ দিয়ে পড়তে থাকুন। আশা করছি সঠিক ভাবে আপনি আজকে পিজ্জা বানানো শিখে যাবেন।
ভূমিকা
প্রিয় পাঠক, আজকে যে টিপসগুলো আপনাদের শেয়ার করব। আশা করছি সেগুলো যদি আপনি বাড়িতে সঠিকভাবে ট্রাই করে থাকেন, তাহলে আর দোকানে গিয়ে পিজ্জা কিনে খেতে হবেনা। আপনি বাড়িতে সহজেই অল্প টাকায় বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু মজাদার পিজ্জা।
চিকেন পিজ্জা রেসিপি
পিজ্জা তৈরির উপকরণ
- ময়দা ২০০ গ্রাম
- টক দই ১৫০ গ্রাম
- বেকিং পাউডার এক চা চামচ
- বেকিং সোডা ০.৫০ চা চামচ
- চিনি ১.০০ চা চামচ
- লবণ ১.০০ চা চামচ
- মাখন ১.০০ চা চামচ
পিজ্জা সস রেসিপি
- সয়াবিন তেল ১.০০ চা চামচ
- রসুন কুচি ১.০০ চা চামচ
- পেঁয়াজ কুচি ৬.০০ চা চামচ
- ব্লেন্ড করা মাঝারি সাইজের ৩ পিস পাকা টমেটো পেস্ট
- গুঁড়া মরিচ ১.০০ চা চামচ
- গোল মরিচ গুঁড়া ১.০০ চা চামচ
- অরিগানো গুঁড়া ১.০০ চা চামচ
- চিলি ফ্লেক্স গুঁড়া ১.০০ চা চামচ
- চিনি ১.০০ চা চামচ
- লবণ ১.০০ চা চামচ
চিকেন পিজ্জা
চিকেন পিজ্জা বানানোর জন্য মুরগির মাংসের পরিমাণ এবং মাংসটা ম্যারিনেট করার জন্য কি পরিমাণে উপাদান গুলো লাগবে, সে বিষয়ে লিস্ট আকারে আমরা ধারণা দেয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই পুরো আর্টিকেলটি আপনি প্রথম থেকে পড়লেই
আরো পড়ুনঃ আলু দিয়ে মুরগির মাংস রান্নার সহজ রেসিপি সম্পর্কে জেনে নিন
-আপনি পিজ্জা রেস্টুরেন্টের মত আকর্ষণীয় এবং সুস্বাদু পিজ্জা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চিকেন পিজ্জা বানাতে মুরগির মাংসের পরিমাণ এবং মাংস ম্যারিনেট করার প্রসেস তৃতীয় স্টেপ লিস্ট নিম্নে বর্ণিত হলোঃ
- মুরগির মাংস ১০০ গ্রাম
- যাইফল গুঁড়া ১ চিমটি
- রসুন কুচি ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
- লবণ ১ চা চামচ
- ভিনেগার ০.৫০ চা চামচ
- চিলি ফ্লেক্স গুঁড়া ১.০০ চা চামচ
- অরিগানো ১.০০ চা চামচ
- সয়াবিন তেল ১.০০ চা চামচ