Channel 24

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে ফেরাতে আরেকটা চেষ্টা করবে বিসিবি: ফারুক

সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত

রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে সাকিব আল হাসান বর্তমানে ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছেন। ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা অপূর্ণ রেখেই দেশ ছাড়তে হয়েছে তাকে। তবে পাকিস্তান এবং দুবাইয়ে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের অংশগ্রহণের বিষয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ জানান, বিপিএলের মধ্যেই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সাকিবকে দলে ফেরানোর চেষ্টা করবেন। তিনি বলেন, সাকিব এখনো অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তাহলে বলতাম ও আর নেই।

তিনি আরও যোগ করেন, নির্বাচকেরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান। চ্যাম্পিয়নস ট্রফির আগে সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। 

আরও পড়ুন:

তবে ফারুক আহমেদ স্পষ্ট করেন, সাকিবের খেলা বা না খেলার বিষয়টি পুরোপুরি বিসিবির হাতে নেই। এ ব্যাপারে সরকারি পর্যায় থেকে নির্দেশনা প্রয়োজন হবে। তিনি বলেন, সাকিব মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, কীভাবে কী করা যায় তা নিয়ে। সরকারি পর্যায় থেকে যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে, ওগুলো যদি সে ঠিক করতে পারে তাহলেই একটা সিদ্ধান্ত হতে পারে। এরপর নির্বাচক কমিটি তার ফিটনেস, মানসিক অবস্থা এসব দেখবে। 

এর আগে নিরাপত্তা ইস্যুর কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে এবং শারজায় আফগানিস্তান সিরিজে সাকিব খেলতে পারেননি। এমনকি তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাননি। সেই সময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সাকিব নিজেই বলেছেন তিনি মানসিকভাবে খেলার মতো অবস্থায় নেই।

তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব। বিসিবি সভাপতিও এই তথ্য নিশ্চিত করেছেন। ফারুক আহমেদ বলেন, চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু দেশের বাইরে, সে ক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন। এ ব্যাপারে আমার মনে হয় এই বিপিএলের মধ্যেই নির্বাচকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া দরকার।

শেষ বেলায় বুমরাহ-কনস্টাসে কুরুক্ষেত্র সিডনি, ব্যাকফুটে ভারত

শেষ বেলায় বুমরাহ-কনস্টাসে কুরুক্ষেত্র সিডনি, ব্যাকফুটে ভারত

সিডনি টেস্টের প্রথম দিনেই উত্তেজনার পারদ চড়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। দিনশেষে উসমান খাজাকে আউট করার পর স্যাম কনস্টাসের সঙ্গে ভারত অধিনায়ক জসপ্রিত বুমরাহর উত্তপ্ত বাক্য বিনিময়ে দিনটি রোমাঞ্চে ভরা ছিল।

ঘটনার শুরু হয় বুমরাহর রান-আপের সময়। খাজা তৈরি না হওয়ায় বুমরাহ থেমে যান। সেই সময় কনস্টাসও বুমরাহকে থামতে ইঙ্গিত দেন, যা ভারত অধিনায়কের কাছে গ্রহণযোগ্য ছিল না। তিনি কনস্টাসকে প্রশ্ন করেন, ‘তোমার সমস্যা কোথায়?’ উত্তপ্ত মুহূর্তটি আম্পায়ারদের হস্তক্ষেপে ঠাণ্ডা হয়। তবে পরের বলেই খাজাকে স্লিপে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান বুমরাহ। উদযাপনের সময় আবারও কনস্টাসের দিকে আগ্রাসী মেজাজে এগিয়ে যান তিনি। পরিস্থিতি সামাল দেন রাহুল ও ওয়াশিংটন সুন্দর।

শুক্রবার (৩ জানুয়ারি) ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৫ রানে গুটিয়ে যায় ভারত। স্কট বোল্যান্ড শিকার করেন ৪ উইকেট, আর মিচেল স্টার্ক পান ৩ উইকেট। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরু থেকেই চাপে পড়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:

অস্ট্রেলিয়া দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৯ রানে এক উইকেট হারায়। একমাত্র উইকেটটি তুলে নেন জসপ্রিত বুমরাহ। তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে দ্বিতীয় দিনে বুমরাহর আগুনে বোলিংয়ের মুখোমুখি হতে হবে।

মেলবোর্ন টেস্টে অভিষেক হওয়া স্যাম কনস্টাস এর আগেও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। তার সাহসী ব্যাটিং এবং মনোভাব তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। তবে এই ধরনের মনোভাব ভারতীয় ক্রিকেটারদের আরও ক্ষেপিয়ে তুলছে।

সিডনি টেস্ট কার্যত বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। ভারতীয় দল দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর জন্য বুমরাহ ও অন্যান্য বোলারদের ওপর নির্ভর করবে।

এই ম্যাচে দু’দলের প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যেই ক্রিকেট ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আগামী দিনের খেলা যে আরও রোমাঞ্চকর হবে, তা নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

call: "+8801752255733", // Call phone number email: "masud84905@gmail.com", // Email link: "https://www.banglablogg.com", // Link