শ্রমিক ভিসায় সৌদি আরবে যাওয়ার কথা ভাবছেন তাদের মধ্যে অনেকেই জানতে চেয়ে থাকেন ওকালা মানে কি এবং আমেল মঞ্জিল অর্থ কি লিখে অনেকে গুগলে সার্চ করে থাকেন, তাদের জন্য বলছি আপনি সঠিক জায়গাতেই আছেন। ওকালা মানে কি এবং আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং কত টাকা এবং আমেল মঞ্জিল ভিসা কাজ কি জানতে পারবেন।
তাছাড়া আরো প্রয়োজনীয় অনেক তথ্য জানানোর জন্য সমস্ত সঠিক তথ্য দিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। সৌদি আরবের ভিসা ওকালা চেক করার নিয়ম ওকালা করতে কতদিন লাগে।
উপস্থাপনা। ওকালা মানে কি । আমেল মঞ্জিল অর্থ কি
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে ওকালা মানে কি আমেল মঞ্জিল অর্থ কি এই সমস্ত প্রশ্নের উত্তর ছাড়াও আরো প্রয়োজনীয় অনেক তথ্য বিস্তারিত জানতে পারবেন। সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়তে হবে।
তাহলে আপনি সমস্ত বিষয়ে তথ্য পেয়ে যাবেন এবং এ তথ্যগুলো পেয়ে আপনি উপকৃত হতে পারবেন বলে আশা করছি, আর আজকের এই তথ্যগুলো সৌদি আরব শ্রমিক ভিসায় যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সৌদি আরবের শ্রমিক ভিসাতে যেতে চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়ে ধারণা রাখতে রাখা ভালো।
এ সমস্ত বিষয়ে আগে থেকেই আপনার জানা থাকলে আপনি দালালের প্রতারণার হাত থেকে প্রতারিত হওয়া থেকে সুরক্ষিত থাকবেন।
ওকালা মানে কি
আপনারা অনেকেই জানতে চান সৌদি আরবের ভিসা ও কালা মানে কি সে সম্পর্কে এই ভিসাটি খুব গুরুত্বপূর্ণ। ওকালা হচ্ছে আপনার ভিসা হয়ে যাওয়ার পর কোন একটি নির্দিষ্ট এজেন্সির নামে ভিসাটি ভেরিফাই করা হয় আপনি যখন সৌদিতে কাজের জন্য ভিসা আবেদন করেন-
তখন ভিসা প্রসেসিং শেষে যেকোনো একটি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে ভিসাটি ফাইনাল করা হয় এই পদ্ধতির নাম হচ্ছে ওকালা। পুরো বিষয়টা নিয়ে ভয় পাবার কিছু নেই বর্তমানে খুব সহজে অনলাইনে বসে সৌদি আরব ভিসা ওকালা চেক করা যায়।
আমেল মঞ্জিল অর্থ কি
আমের মঞ্জির ভিসা হচ্ছে ইংরেজিতে আমরা যেটা বলি হাউস কিপার সেটাকে অর্থাৎ আপনার কাজ হবে বাসা বাড়ির দেখভাল করা। করোনা মহামারীর পর থেকে আমের মঞ্জিল ভিসা সম্পন্ন বন্ধ হয়ে গেছে। ফেব্রুয়ারি 2022 থেকে পুনরায় আমের মন্দির ভিসা বাংলাদেশ পাকিস্তান ও ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে লোক ভিসার জন্য আবেদন করে কাজ করতে যেতে পারছে।
আরো পড়ুনঃ সৌদি আরবের কোন কোম্পানিতে বেতন বেশি জেনে নিন
আমের মঞ্জির ভিসা ওকালা করার ক্ষেত্রে সরাসরি বাড়ির মালিক যদি ইউজার নেম দিয়ে দেয় সে ক্ষেত্রে আপনার খরচ একেবারে কম পড়বে। তবে বাড়ির মালিক যদি ওকালা করে না দেয় সে ক্ষেত্রে আপনার খরচ একেবারে কম পড়বে। তবে বাড়ির মালিক যদি ওকালা করে না দেয় সে ক্ষেত্রে আপনার কোন একটি মকবত বা এজেন্সির মাধ্যমে আমের মঞ্জিল ভিসা ওকালা করে নিতে হবে।
তবে সৌদি আরবে যে সকল ভিসাই দুর্নীতি হয়ে থাকে আমেল মঞ্জিল ভিসা। তাদের মধ্যে অন্যতম তাই আমেল মঞ্জিল ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার পূর্ব অবশ্যই চেক করে নিবেন। বাড়ির মালিক আর নাম ও ঠিকানা ঠিক আছে কিনা এবং আপনার কত ঘন্টা কাজ করতে হবে ।
সব ঠিক থাকলে শুধু মাত্র আমের মঞ্জিল ভিসা ওকালা করবেন। আপনি যদি বুঝতে না পারেন তবে আমি মঞ্জিল ভিসা নিয়ে সৌদি গেছে কাউকে এর ভিসার ছবি পাঠিয়ে কনফার্ম হয়ে নিতে পারেন সব ঠিক আছে কিনা। আশা করছি সব ঠিকঠাকভাবে দেখে নিলে আমিল মঞ্জিল ভিসা ওকালা খুব কম খরচে সুন্দরভাবে করে নিতে পারবেন।
সৌদি আরব ভিসা ওকালা চেক
এতক্ষণ আপনারা হয়তো জেনেছেন ওকালা মানে কি এই নিয়ে আপনাদেরকে আমরা আজকে বিস্তারিত জানাতে চেষ্টা করব, ওকালা নিয়ে অনেকের মনে নানা রকমের চিন্তাভাবনা রয়েছে সৌদি আরব ভিসা ওকালা করার নিয়ম সম্পর্কে হয়তো অনেকেই জানেন না।
আরো পড়ুনঃ সহজে ইউরোপ কান্ট্রিতে ভিসা পাওয়ার নিয়ম
ওকালা বলতে বোঝানো হয়েছে আপনি যখন ভিসা করতে দেবেন তখন সেই ভিসা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটি নির্দিষ্ট এজেন্সির নামে ভিসাটি ভেরিফাই করা হয়ে থাকে আপনি যখন সৌদিতে কাজ করার জন্য ভিসার আবেদন করেন তখন ভিসা প্রসেসিং এর শেষে কোন একটি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে ভিসাটি ফাইনাল করা হয় এবং এই পদ্ধতির নামই হচ্ছে ওকালা।
হয়তো আপনারা বুঝতে পেরেছেন? ওকালা কি কিন্তু ওকালা চেক করার নিয়ম নিচে দেওয়া হল :
প্রথম ধাপ : সবার প্রথমে আপনাকে মোবাইল অথবা যেকোনো ডিজিটাল ডিভাইস থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেই ব্রাউজার সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে www.enjazit.com.sa অফিসিয়াল ওয়েবসাইট।
দ্বিতীয় ধাপ : ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে দুইটি অপশন দেওয়া হবে সেই দুইটি অপশন থেকে আপনাকে ইন্ডিভিজুয়াল নামক অপশনটি বেছে নিতে হবে এই পর্যায়ে আপনাকে ভিসা এলিগেশন অপশন সিলেক্ট করতে হবে যদি এখানে আরো অনেক অপশন পেয়ে যাবেন আপনাকে সেখান থেকে শুধুমাত্র ভিসা এলিগেশন নামক অপশনটির ওপর ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ : তিন নাম্বার ধাপে এসে যে অপশনটি দেওয়া থাকবে সেটা সিলেক্ট করে এগ্রিম বাটনের উপর ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সে পেজে আপনার নতুন একটি কাজ করতে হবে।
চতুর্থ ধাপ : এভাবে আপনার ভিসা নাম্বার এবং স্পন্সার আইডি নাম্বার সঠিকভাবে পূরণ করতে হবে এবং ভিসা ইস্যু ইন অথোরিটি হিসেবে ঢাকা সিলেক্ট করতে হবে এবং পাশে ছবিতে দেখানো ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করতে হবে।
সর্বশেষ ধাপ : এই ধাপে এসে আপনি সৌদি আরব ভিসা ও কালা চেক করতে পারবেন এবং এই ধাপে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। এই ধাপে আপনি দুইটি অপশন দেখতে পাবেন যার মধ্যে delegation embassies, delecation list এই দুটি অপশন আপনার ওকালা আপডেট দেখতে পাবেন।
আপনি যদি সেখানে আপনার আবেদন করা এজেন্সির নাম দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার আবেদন এবং আপনার ওকালা সঠিক হয়েছে এর মাধ্যমে আপনি নিশ্চিন্তেও থাকতে পারেন।
ওকালা করতে কতদিন লাগে
সৌদি আরব হলো বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ আমাদের দেশে থেকে প্রতিবছরে অনেক মানুষ সৌদি আরবে গিয়ে থাকে কাজের উদ্দেশ্যে তার মধ্যে অনেকেই কিন্তু ওকালা করতে চাই এবং ওকালা আমেল মঞ্জিল ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চাই।
তবে ওকালা কি এবং ওকালা সম্পর্কে আমরা উপরে আপনাদেরকে বলেছি ও কালা করতে কতদিন সময় লাগে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো।
আরো পড়ুনঃ ইউরোপ কান্ট্রি ওয়ার্ক পারমিট ভিসা
আপনি যদি সৌদি আরবের ওকালা করতে চান তাহলে কতদিন সময় লাগবে সেই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। ওকালা করতে বেশি সময় লাগে না যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে, আপনারা খুব কম সময় এবং কম খরচ কিন্তু ওকালা ভিসা প্রসেসিং করতে পারেন।
অর্থাৎ আমিল মঞ্জিল হাউসকিপিং সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা ওকালা করতে ১০ দিন থেকে ১ মাস মতো সময় লাগবে। আপনি যদি আবেদন করেন তাহলে আপনার সর্বোচ্চ তিন মাস সময় লাগবে তবে এর মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন।
আমেল মঞ্জিল ভিসা কাজ কি
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি মঞ্জিল ভিসার কাজ কি সেই সম্পর্কে আপনারা হয়তো জানেন না যে আমেল ভিসা কি কাজ করা হয়। এই ভিসার মাধ্যমে হাউসকিপার এর কাজ করা হয়ে থাকে প্রচুর পরিমাণে বাংলাদেশ ইন্ডিয়া ও পাকিস্তান থেকে সৌদি আরবে এই ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে মানুষ যায়।
আপনি সেই বাসা বাড়িতে গিয়ে সেই বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যে কাজগুলো আপনাকে সেখানে দেওয়া হবে বাসার মধ্যে থেকে সেই কাজগুলো আপনাকে করতে হবে। হাউসকিপিং এর কাজ মানে বুঝতে হবে যে আপনাকে হাউজ পরিষ্কার করতে হবে বা হাউস ক্লিনার হিসেবে সেখানে কাজ করতে হবে।
আরো পড়ুনঃ ঘরে বসে পাসপোর্ট করার নিয়ম জানুন
এই ভিসা সৌদি আরবে যেতে দিন থেকে ৪ লক্ষ টাকা খরচ হয়। এই ভিসায় সাধারণত সেখানে বাড়ির ভেতরে আপনাকে যেকোনো ধরনের কাজ দেওয়া যেতে পারে। যেমন: বাড়ি ক্লিনার, দারোয়ান, বাগান পরিষ্কার অথবা অন্য যেকোনো কাজ।
আপনি এই বিষয়ে সেখানে গেলে আপনার মালিকের অনুমতি ছাড়া অন্য যেকোনো কাজ করতে পারবেন না।
এই ভিসা প্রতি বছর রিনিউ করতে হয় আর রিনিউ করতে খরচ পড়ে ১ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।
আমেল মঞ্জিল ভিসা বেতন কত
আপনি যদি সৌদি আরবে ভিসা করতে চান এবং আমিনুল মঞ্জিল ভিসা করে থাকেন তবে আমের মঞ্জিল ভিসার বেতন কত সে সম্পর্কে কি আপনার ধারণা রয়েছে। সৌদি আরবের বাসা বাড়িতে যে হাউস কিপার গুলো রাখা হয় তাকে মূলত আমের মঞ্জিল ভিসা বলা হয়।
সৌদি আরব আপনি যদি আমল মঞ্জিল ভিসায় যেতে চান তাহলে আপনার খরচ হবে চার লক্ষ টাকার মতো এবং প্রতি মাসে প্রায় ১০০০ রিয়াল সমপরিমাণ আয় করতে পারবেন। যা বাংলাদেশী টাকায় ৩০ হাজার টাকা পরিমাণ আর আপনি যদি একটু বেশি পরিশ্রমী হন তাহলে আরও বেশি আয় করতে পারবেন।
আরো পড়ুনঃ দালাল ছাড়াই পাসপোর্ট করার নিয়ম
আর যারা সৌদি আরবে হাউসকিপিং ভিসায় যায় তারা কিন্তু ৬০০ রিয়ালের নিচে বেতন দেওয়া হবে না আপনার এই আইকৃত টাকা থেকে আপনার খরচ চালাতে হবে এবং আপনি বাসায় যদি কাজ করেন তাহলে সেই বাসাতেই থাকা খাওয়া ফ্রি হবে। সৌদি আরবে আমেল মঞ্জিল ভিসা গেলে সর্বনিম্ন বেতন ৫০০ রিয়াল পর্যন্ত পাওয়া যায়।
আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং কত টাকা
বর্তমানে প্রতিনিয়ত সৌদি আরবে কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বাসা বাড়ি এবং মেডিকেল মাদ্রাসা মসজিদ এমনকি বিভিন্ন স্থানে অতিরিক্ত কাজে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ আমেল মঞ্জিল ভিসা নিয়ে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যাচ্ছে।
আপনারা কি আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করতে চান এবং আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করতে কত টাকা খরচ হয় হয়তো সে সম্পর্কে জানেন না। আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করতে ১ লক্ষ ৫০ হাজার টাকা লাগবে এবং ১০ দিনে ওকালা গ্যারান্টি সহকারে পাবেন ওকালা পাওয়ার পাবার পর সকল ডকুমেন্টস ঠিক থাকলে,
এক সপ্তাহে স্ট্যাম্পিং এবং ম্যানপাওয়ার ১ লক্ষ ৫০ হাজার টাকার জন্য ভিসার প্রয়োজন।
বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমেরিকার ভিসা প্রসেসিং করতে পারেন আপনারা প্রসেসিং করতে চান তাহলে একটি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করতে দিতে পারেন।
সৌদি আরবে তামিল যাবতীয় বিষয় নিচে তুলে ধরা হয়েছে।
জাতীয় পরিচয় পত্র।
মেডিকেল।
স্টাম্পিং।
মুফা।
মুসানেট।
ম্যানপাওয়ার কার্ড।
বিমান টিকিট।
সৌদি আরবের যেকোনো ধরনের ভিসা প্রসেসিং করার জন্যই এজেন্সি বা দালালের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন।
FAQ । ওকালা মানে কি। আমেল মঞ্জিল অর্থ কি
ওকালা শব্দের অর্থ কি?
ওকালা হচ্ছে আপনার ভিসা হয়ে যাওয়ার পর কোন একটি নির্দিষ্ট এজেন্সির নামে ভিসাটি ভেরিফাই করা হয় আপনি যখন সৌদিতে কাজের জন্য ভিসা আবেদন করেনতখন ভিসা প্রসেসিং শেষে যেকোনো একটি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে ভিসাটি ফাইনাল করা হয় এই পদ্ধতির নাম হচ্ছে ওকালা
আমেল কি ধরনের নাম?
সৌদি ভিসা স্ট্যাম্পিং স্ট্যাটাস চেক?
প্রথম ধাপ : সবার প্রথমে আপনাকে মোবাইল অথবা যেকোনো ডিজিটাল ডিভাইস থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেই ব্রাউজার সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে www.enjazit.com.sa অফিসিয়াল ওয়েবসাইট।
দ্বিতীয় ধাপ : ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে দুইটি অপশন দেওয়া হবে সেই দুইটি অপশন থেকে আপনাকে ইন্ডিভিজুয়াল নামক অপশনটি বেছে নিতে হবে। তৃতীয় ধাপ : এভাবে আপনার ভিসা নাম্বার এবং স্পন্সার আইডি নাম্বার সঠিকভাবে পূরণ করতে হবে এবং ভিসা ইস্যু ইন অথোরিটি হিসেবে ঢাকা সিলেক্ট করতে হবে।
শেষ কথা । ওকালা মানে কি। আমেল মঞ্জিল অর্থ কি
সম্মানিত পাঠক, আশা করছি আজকের আর্টিকেলে বর্ণিত ওকালা মানে কি এবং আমেল মঞ্জিল কথার অর্থসহ আরো প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে আপনি উপকৃত হয়েছেন। আপনার যদি এই তথ্যগুলো কাজে এসে থাকে তাহলে আপনি আপনার পরিচিত কাছের মানুষদের সাথে তথ্যগুলো শেয়ার করতে পারেন, যাতে করে আপনার পরিচিত জনরাও এই তথ্য থেকে উপকৃত হতে পারে।
আরো পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করুন নিজের মোবাইল দিয়ে
সর্বশেষে আরেকটি কথা, বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন অন্যথায় দালালের মাধ্যমে লেনদেন করে থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই আপনাকে এ বিষয়গুলো গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। আর টাকা পয়সা লেনদেনের সময় অবশ্যই প্রমাণ সঙ্গে রাখতে হবে, তাতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক অনেকাংশে কমে যাবে।